স্পোর্টস ডেস্কঃ-
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের বাকি তিনটি ম্যাচের জন্য ভারতীয় দলে কিছু পরিবর্তন আনা হয়েছে। দল থেকে বাদ পড়লেন মোহাম্মদ সামি। দলে ঢুকলেন বিশ্রামে থাকা দুই অভিজ্ঞ পেসার জসপ্রীত বুমরাহ ও ভুবনেশ্বর কুমার।
সামি গত দুই ম্যাচে ৩ উইকেট নিলেও ওভার পিছু ৭ উপর রান দিয়েছেন।তাই তাঁকে দল থেকে ছাঁটাই করা হয়েছে বলে মনে করা হচ্ছে।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ম্যাচে সহজেই ৮ উইকেট জয় পেলেও শেষ ম্যাচে হেটমায়ার ও হোপের দূর্দান্ত ব্যাটিংয়ের দৌলতে ম্যাচ ড্র হয়। ভারতের বাকি তিনটি ম্যাচ হবে যথাক্রমে পুণে, মুম্বাই এবং তিরুবন্তপুরমে অক্টোবরের ২৭, ২৯ ও নভেম্বরের ১তারিখে।
বাকি তিন ম্যাচের জন্য ভারতীয় দল:-
বিরাট কোহলি (ক্যাপ্টেন), রোহিত শর্মা (ভাইস ক্যাপ্টেন), শিখর ধাওয়ান, মহেন্দ্র সিং ধোনি (উইকেট কিপার), ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা, আম্বাতি রায়ডু, লোকেশ রাহুল, মনীশ পান্ডে, যযুবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, উমেশ যাদব, জসপ্রীত বুমরাহ, ভুবনেশ্বর কুমার ও খলিল আহমেদ।
( ছবি-Keshav Singh/Hindustan Times, Prakash Singh/AFP, James Elsby/PTI respectively)
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584