রাজ্যপাল বিতর্কে বিজেপির অবস্থান স্পষ্ট করলেন দলের মুখপাত্র শমীক ভট্টাচার্য

0
157

উজ্জ্বল দত্ত, কলকাতাঃ

যেভাবে আক্রমণ-প্রতি আক্রমণ চলছে, তা বাংলার রাজনৈতিক ও সার্বিক সংস্কৃতিকে কালিমালিপ্ত হচ্ছে-রাজ্যপাল বিতর্কে প্রতিক্রিয়া দিল বিজেপি। দলের নেতা শমীক ভট্টাচার্য বলেন, “এ রাজ্যের সাংবিধানিক প্রধান রাজ্যপাল। তাঁর যেমন নির্দিষ্ট পদমর্যাদা আছে, তেমনি বাংলার একটা নির্দিষ্ট রাজনৈতিক সংস্কৃতি আছে।“

Shamik Bhattacharya | newsfront.co
সাংবাদিক সম্মেলনে শমীক ভট্টাচার্য। নিজস্ব চিত্র

সংঘাত ছিল বরাবরই, ‘সৌজন্য’-এর মাত্রা ছাড়াল এবার। রাজ্যপাল জগদীপ ধনখড়ের বিরুদ্ধে বেলাগাম তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি আবার পেশায় আইনজীবীও বটে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিস্ফোরক অভিযোগ, পরপর টুইট করে জানান, ‘অপরাধীদের আড়াল’ করছেন রাজ্যপাল, ‘সরকারি কাজে বাধা’ দিচ্ছেন। খোদ রাজ্যের সাংবিধানিক প্রধানের বিরুদ্ধে পুলিশকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন তিনি।

BJP party | newsfront.co
নিজস্ব চিত্র

তাই নয়, রাষ্ট্রপতির কাছে সরাসরি রাজ্যপালের পদ থেকে জগদীপ ধনখড়কে অপসারণের দাবিও জানিয়েছেন তিনি। যদিও পদে থাকাকালীন রাজ্যপালের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া যায় না বলে জানিয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি চিত্ততোষ মুখোপাধ্যায়। তবে রাজ্যের সাংবিধানিক প্রধানের বিরুদ্ধে রাষ্ট্রপতির কাছে অভিযোগ জানানো যেতে পারে।

আরও পড়ুনঃ প্রতারকদের হয়ে কথা বলছেন, সরাসরি যোগ রাজ্যপালের মামলা দায়েরের দাবি কল্যাণের

এদিকে ভোটের মুখে বিভিন্ন ইস্যুতে রাজ্য সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিজেপি। রাজ্যপাল বিতর্কে গেরুয়াশিবিরের অবস্থান কি? সাংবাদিক সম্মেলনে তা স্পষ্ট করে দিলেন দলের নেতা শমীক ভট্টাচার্য। রাজনীতির সীমানা ছাড়িয়ে ‘বাংলার সংস্কৃতি’-কে কালিমালিপ্ত করার অভিযোগ তুললেন তিনি।

আরও পড়ুনঃ সাম্প্রতিক কালের সবচেয়ে সফল ধর্মঘট, সাংবাদিক সম্মেলনে দাবি সূর্যকান্তর

উল্লেখ্য, রাজ্যপালের একের পর এক টুইটে সরকারের বিড়ম্বনা বাড়ছে। সম্প্রতি গরুপাচার ও কয়লাকাণ্ড নিয়ে টুইটের পর ঘটল বিস্ফোরণ।

বৃহস্পতিবার বিজেপির হোস্টিং অফিসে সাংবাদিক সম্মেলন করে রাজ্যপাল বিতর্ক নিয়ে দলের অবস্থান স্পষ্ট করলেন রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here