পূর্ব বর্ধমানে সভাধিপতি হওয়ার দৌড়ে এগিয়ে শম্পা সহ সভাধিপতিতে দেবু

0
91

শ্যামল রায়,বর্ধমানঃ
পঞ্চায়েত নির্বাচন শেষ হতেই শুরু হয়ে গেল জেলাপরিষদ পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েতে কে কোন পদ অলংকৃত করবেন তাই নিয়ে জোর জল্পনা।
যদিও পঞ্চায়েত নির্বাচনের পর তৃণমূল কংগ্রেসের কোন গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়নি। পঞ্চায়েত ভোটের পর্যালোচনা এবং পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদে কে কোন পদ অঙ্কিত করবেন সেই সমস্ত বিষয় নিয়ে এখনও পর্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হয়নি। তবে সোমবার নতুনভাবে অফিস খোলার সাথে সাথে সমস্ত জনপ্রতিনিধিরাই আজকে ভিড় করেছেন তাদের সমস্ত জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েত অফিসে।
তবে জানা গিয়েছে যে পঞ্চায়েত নির্বাচন শেষ হলেও মূলত বোর্ড গঠন হবে আগামী জুলাই ও আগস্ট মাস থেকে। এইরকম টাই খবর পাওয়া গিয়েছে প্রশাসনিক সূত্রে ও জনপ্রতিনিধিদের মারফত।
পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি পদের জন্য তিন জনের নাম উঠে এসেছে। বিদায়ী জেলা পরিষদের সরকারি সভাধিপতি সম্পা ধারার নাম। অন্য দুজনের নাম উঠে এসেছে একজন হলেন জনসাস্থ্য দপ্তরের বিদায়ী কর্মদক্ষ গার্গী নাহা ও মিঠু মাঝির নাম।
তবে জেলা পরিষদের সভাধিপতি হিসাবে প্রথম যে নামটি এগিয়ে রয়েছে তার নাম হচ্ছে বিদায়ী সহ সভাধিপতি সম্পা ধারার নাম। সভাধিপতি পদে অলংকৃত করতে পারেন এবারে।
তবে গার্গী নাহা মিঠু মাঝি কর্মদক্ষ পদে থাকতে পারেন। অন্যদিকে সরকারি সভাধিপতি হচ্ছেন বিদায়ী সভাধিপতি দেবু টুডু।
এছাড়াও আরও জানা গিয়েছে যে জেলা পরিষদের কর্মদক্ষ পদে নতুন কয়েকজন মুখকে এবার দেখা যাবে। বর্ধমানের উত্তম সেনগুপ্ত পূর্বস্থলীর দেবাশীষ নাগ নতুন ভাবে উঠে এসেছেন এবং কর্মদক্ষ পদ অলঙ্কৃত করতে পারেন। শিক্ষাবিদ দেবাশীষ নাগ শিক্ষা  দপ্তরের কর্মদক্ষ পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে। অন্যদিকে উত্তম সেনগুপ্ত ক্রীড়া দফতরের কর্মদক্ষ পদে বসতে পারেন।
তবে তৃণমূল সূত্রে খবর যে পুরনো যারা কর্মদক্ষ ছিলেন তারা কর্মদক্ষ থাকবেন দপ্তর এদিক ওদিক হতে পারে।
জেলা পরিষদের সভাধিপতি পথটি মহিলাদের সংরক্ষিত হওয়ার কারণেই বিদায়ী সভাধিপতি ওই পদে আসীন হতে পারেননি।
তৃণমূল সূত্রে খবর যে অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিদেরকে নিয়ে জেলা পরিষদের টিম সাজানো হবে। জেলা পরিষদের একটি গুরুত্বপূর্ণ দপ্তর হচ্ছে পূর্ত দফতর।
এই দপ্তরের পদে এবারও থাকছেন লড়াকু নেতা অভিজ্ঞতাসম্পন্ন রাজনীতিবিদ বাগবুল ইসলাম।
এছাড়াও রাজনীতিতে অভিজ্ঞতাসম্পন্ন বর্ধমানের বিশিষ্ট ব্যক্তিত্ব উত্তম সেনগুপ্ত জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পদ সামলাবেন বলে নামটি উঠে এসেছে।

নিজস্ব চিত্র।

এছাড়াও জেলা পরিষদের কর্মদক্ষ পদে আসীন হতে পারেন আউসগ্রাম এবং কেতুগ্রাম থেকে অনুব্রত মণ্ডলের নির্বাচিত দুটি নাম।
তবে সোমবার তৃণমূল সূত্রে জানা গিয়েছে যে এখনো সভাধিপতি কে হবেন এই নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি দলের মধ্যে। কিছুদিনের মধ্যেই সমস্ত স্তরের জয়ী সদস্যদের নিয়ে তৃণমূল নেতৃত্ব আলোচনায় বসবে এবং তারপরেই রাজ্য নেতৃত্বে সিদ্ধান্ত অনুসারে সভাধিপতির নাম চূড়ান্ত করা হবে বলে জেলা তৃণমূল সূত্রের খবর।
জেলা সভাপতি রাজ্যের অন্যতম মন্ত্রী স্বপন দেবনাথ জানিয়েছেন যে সকল সদস্যদের আলোচনা সাপেক্ষ জেলা পরিষদের সভাধিপতি সহ অন্যান্য স্থায়ী কমিটি কর্মদক্ষ কে হবেন ঠিক করা হবে।
সভাধিপতি রতি মহিলা সংরক্ষিত তাই মহিলাদের মধ্যে অভিজ্ঞতাসম্পন্ন মহিলা নেত্রীকেই ওই পদে বসানো হবে। প্রসঙ্গত উল্লেখ থাকে যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত অনুসারে সমস্ত কাজ জেলাতে হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here