বড় পর্দায় ছোটপর্দার সিরাজ, চলছে শুটিং

0
221

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

ছোটপর্দায় শন ব্যানার্জির অভিষেক ঘটে ‘আমি সিরাজের বেগম’ ধারাবাহিকের হাত ধরে। তাঁকে সিরাজ হিসেবেই প্রথম ভালোবেসেছেন দর্শক। এবার শন বড় পর্দায়। রোম্যান্টিক নায়ক নয়, এবার তিনি ভিলেনের চরিত্রে। ডেবিউ ফিচার ফিল্মে তিনি জুটি বাঁধছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত’র সঙ্গে।

Shan Banerjee | newsfront.co
শন ব্যানার্জি
Kabir Lal | newsfront.co
কবীর লাল, পরিচালক

কবীর লাল পরিচালিত এই ছবির নাম ‘অন্তর্দৃষ্টি’। সূত্রের খবর অনুযায়ী, ছবির শুটিংয়ে দেরাদুনে পৌঁছে গিয়েছে টিম। ‘এখানে আকাশ নীল’-এর পর বেশ কিছুদিনের ব্রেক নিয়েছিলেন তিনি। এরপর ‘তেরা মেরা রিস্তা’ শিরোনামের মিউজিক ভিডিয়োতে রিচা শর্মার সঙ্গে তাঁর প্রেমের রসায়ণ নজর কাড়ে বিনোদন প্রেমীদের।

Rituparna Sengupta | newsfront.co
ঋতুপর্ণা

প্রসঙ্গত, স্প্যানিস ছবি ‘জুলিয়াজ আইস’ থেকে অনুপ্রাণিত ‘অন্তর্দৃষ্টি’। রিভেঞ্জ থ্রিলারধর্মী এই ছবিটি বাংলা, মারাঠি, তেলেগু এবং কন্নড় ভাষায় তৈরি হবে। মূলত একটি অন্ধ মেয়ে, নিজের বোনের মৃত্যুর প্রতিশোধ কী ভাবে নেবে সেই নিয়েই এই ছবি। দিদি ও বোনের দ্বৈত চরিত্রে অভিনয় করছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। দেরাদুন ও মুসৌরিতে হবে শুটিং।

আরও পড়ুনঃ সুরের বাঁধনে গাঁটছড়া বাঁধলেন নীলামন

শন এখানে অ্যান্টাগনিস্ট। মানে মুখ্য ভিলেন চরিত্র। আপাদমস্তক নেগেটিভ চরিত্র। ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে শুটিং শেষ করে কলকাতায় ফিরবে ইউনিট।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here