অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
দেশ না ক্লাব কোনটা বেশি গুরুত্বপূর্ণ ফুটবল থেকে ক্রিকেট বিশ্ব এটা বড় প্রশ্ন হিসেবে দেখা দিয়েছে বিশেষ করে আইপিএল আসার পরে সেটা আরও বেশি করে উঠে এসেছে।
এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে ১৪ টি ম্যাচই খেলেছিলেন অস্ট্রেলিয়া পেস বোলার প্যাট কামিন্স। শেষের দিকে দুরন্ত ছন্দে ছিলেন ১৫.৫ কোটি টাকার তারকা বোলার। ভারতের বিরুদ্ধে প্রথম দুটি ম্যাচে খেলেন। দুটি ম্যাচেই জেতে অস্ট্রেলিয়া। আসন্ন টেস্ট সিরিজের কথা মাথায় রেখে তৃতীয় একদিনের ম্যাচে তাকে নামায় নি অস্ট্রেলিয়া।
আরও পড়ুনঃ হেরে ভারতীয় ফুটবলারদের দুষলেন ফাউলার
কামিন্সের বিশ্রামের প্রসঙ্গে প্রাক্তন তারকা অস্ট্রেলিয়ান স্পিনার শেন ওয়ার্ন বলেন, “প্যাট কামিন্স বিশ্রামে আমি বেশ খানিকটা হতাশ।“ অজি কিংবদন্তি বলেন, “আমি জানি, আমাদের সামনে এটা বড় গ্রীষ্ম। ভালোমতোই ঠাসা সূচি। কিন্তু আমার মনে হয় না যে দুটি ম্যাচের পর অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের বিশ্রামের প্রয়োজন আছে।“
তারপরই অজি ক্রিকেটারদের মনোভাব নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, ‘আইপিএলে তো খেলল তখন তো অসুবিধা হল না দেশের হয়ে খেলার জন্য আইপিএলে বিশ্রাম নিতে পারতো দেশের হয়ে খেলার সময় নিল কেন!’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584