হার্দিকের সঙ্গে ক্যারিবিয়ানদের মিল পাচ্ছেন ওয়ার্ন

0
61

অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ

চলাফেরা কথাবার্তা সব কিছুতে ক্যারিবিয়ানদের সঙ্গে মিল পাওয়া যায় ভারতীয় অল রাউন্ডার হার্দিক পান্ডিয়ার। বলছেন প্রাক্তন অস্ট্রেলিয়ার তারকা স্পিনার শন ওয়ার্ন।

Shane warne | newsfront.co

তিনি এক সাক্ষাৎকারে বলেন, “হার্দিক রকস্টারের মত। ও মিস্টার কুল। ওর মধ্যে সোয়াগ রয়েছে। ও যখন কথা বলে মনে হয় ক্যারিবিয়ান। এইমাত্র বুঝি এন্টিগুয়ার কোনো বিচ থেকে উঠে এল! এছাড়া চলা ফেরাও তাই।“
তবে হার্দিকের পারফরম্যান্সে মুগ্ধ ওয়ার্ন কিন্তু টেস্ট দলেও তারকাকে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়ে রাখলেন।

আরও পড়ুনঃ বিরাটকে রাগাতে বারণ করছেন ফিঞ্চ

বলে দিলেন, “হার্দিককে টেস্ট দলে রাখা উচিত ছিল। অনেকদিন আগেই বলেছি ও আমার সেরা তিন ক্রিকেটারের একজন। ওডিআই, টি২০-তে দুরন্ত খেলার পর এখন সবাই বলছেন, ওহ, হার্দিক কি দারুন খেলে! তবে টেস্টেও কিন্তু এই পারফরম্যান্স মেলে ধরতে পারে ও।”

আরও পড়ুনঃ গত বারের হারের ভুলগুলো আর করতে চান না স্টার্ক

এখানেই না থেমে সর্বকালের সেরা স্পিনার বলেছেন, “কোহলি দলে থাকবে না। এসময় হার্দিককে দলে রাখলে অপশন বেড়ে যেত।“

প্রসঙ্গত হার্দিক যেহেতু চোট থেকে ফিরে পুরো টানা বল করতে পারছেন না তাই তাকে শুধু ব্যাট করার জন্য টেস্টে দলে রাখেন নি ভারতীয় নির্বাচকরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here