সংক্রমণ ঠেকাতে ৩ লাখের সোনার মাস্কে মুখ ঢাকলেন পুণের বাসিন্দা

0
54

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

করোনার কবলে গোটা পৃথিবী। বিশ্বে অন্য দেশগুলোর মতো ভারতেও থাবা বসিয়েছে এই মারণ ভাইরাস। কোভিড-১৯ সংক্রমণের হাত থেকে বাঁচার অন্যতম অস্ত্র হল মাস্ক। মাস্ক ছাড়া রাস্তায় বেরলেই শরীরে প্রবেশ করতে পারে করোনা ভাইরাস। তাই মাস্ক মাস্ট। করোনা মোকাবিলায় সাধারণত এন-৯৫ মাস্ক ব্যবহার করছেন সকলে। কিন্তু সর্বক্ষণ এই মাস্ক পড়ার কারণে বিশেষ অসুবিধা হচ্ছে মহিলাদের।

Shankar Kurade | newsfront.co
ছবিঃ এএনআই

কারণ, মাস্ক পরলে মহিলাদের রূপসজ্জা একেবারে বৃথা হয়ে যাচ্ছে। দৃষ্টি আকর্ষণের জন্য গাঢ় লিপস্টিক পরে রাস্তায় বেরলেও মাস্ক ভেদ করে তা আর কারোর চোখেই পড়ছে না। তাহলে এখন উপায় কী? মাস্ক পরেও নিজেকে সুন্দর রাখার উপায় বের করলেন পুণের এক বাসিন্দা। নাম শঙ্কর কুরাদে। বাড়ি পুনের পিম্পরি-চিঁচবাড় জেলায়। না, কোনও কাপড়ের মাস্ক নয়, তিনি মুখে পরছেন সোনার তৈরি মাস্ক।

স্বাভাবিকভাবেই সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সোনার গয়না পরতে ভালবাসেন শঙ্কর কুরাদে। তাই বানিয়ে ফেলেছেন সোনার মাস্ক। মহামারী করোনার জেরে যখন গোটা বিশ্বের অর্থনীতির টালমাটাল অবস্থা তখন প্রায় ৩ লাখ টাকার সোনার মাস্ক পরে ঘুরছেন পুণের এই ব্যক্তি।

সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, এক ব্যক্তিকে রুপোর মাস্ক পরতে দেখে এমন খেয়াল মাথায় এসেছিল শঙ্করের। তিনি জানিয়েছেন, “সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিওতে একজনকে রুপোর মাস্ক পরতে দেখেছিলাম। তখন এই আইডিয়া মাথায় আসে যে একটা সোনার মাস্ক বানালে কেমন হয়। আমি সোনার গয়না পরতে খুবই ভালবাসি। ভাবনা মাথায় আসতেই পরিচিত এক স্বর্ণকারের সঙ্গে কথা বলি। এক সপ্তাহের মধ্যে উনি আমায় এই সোনার মাস্ক বানিয়ে দেন।”

সোনার এই মাস্ক পরে কি শ্বাসকষ্ট হতে পারে? এ প্রশ্নের উত্তরে শঙ্কর বলেন, “এটা সোনার মতো একটি ধাতু দিয়ে তৈরি হলেও আসলে খুবই হাল্কা একটি মাস্ক। এর মধ্যে অনেকগুলো ছোট ছোট ফুটোও আছে, যার ফলে আমার শ্বাস নিতে কোনও সমস্যা হয় না।“

আরও পড়ুনঃ ৬-১৯ জুলাই দেশের ৬ শহর থেকে কলকাতায় নামবেনা কোনও বিমান

তিনি আরও বলেন যে, এই মাস্কের দাম ২ লক্ষ ৮৯ হাজার টাকা। তবে করোনার সংক্রমণ ঠেকাতে এই মাস্ক কতটা কাজে লাগবে সে ব্যাপারে নিশ্চিত নন পুণের এই বাসিন্দা। শখ হয়েছে এবং সাধ্য রয়েছে তাই বানিয়ে নিয়েছেন সোনার মাস্ক। এতদিন গলায় মোটা সোনার চেন, কবজিতে সোনার ব্রেসলেট, দশ আঙুলে সোনার আংটি-এই সবই ছিল শঙ্করের ক্ষেত্রে পরিচিত ছবি।

আরও পড়ুনঃ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ আন্তর্জাতিক বিমান পরিষেবা

আত্মীয়-স্বজন থেকে প্রতিবেশী সকলেই জানেন তাঁর সোনা প্রীতির কথা। তাই এ যাবৎ এমন সোনায় মোড়া শঙ্করকেই দেখে এসেছেন তাঁরা। তবে এ বার শঙ্করের অভিনব সোনার মাস্ক দেখে চমকে গিয়েছেন তাঁরাও। সোশ্যাল মিডিয়ায় শঙ্করের সোনার মাস্ক পরার ছবিটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গেছে। শঙ্করের ভাইরাল হওয়া এই ছবিটি ২৬২ বার রিটুইট করা হয়েছে এবং তাতে ১ হাজারেরও বেশি লাইক পড়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here