নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তর আয়োজিত জেলাস্তরীয় শিশু বিজ্ঞান কংগ্রেস প্রতিযোগিতায় ভালো ফল করল কালচিনি ব্লকের হ্যা মিলণ্টণগঞ্জ রবীন্দ্র নগরের ছাত্র শান্তুনু মিত্র।
প্রতিবছরই জেলাস্তরে শিশু বিজ্ঞান কংগ্রেস আয়োজিত হয় সেখানে অনেকেই অংশ গ্রহণ করে এবং জেলাস্তরীর প্রতিযোগিতায় যারা অংশ গ্রহণ করে তাদের মধ্যেে সফল ছাত্ররা রাজ্যংস্তরে অংশ গ্রহণ করে এবং রাজ্যে স্তরের সফলরা কেন্দ্রীয় স্তরে অংশগ্রহণ করে । এবছর আলিপুরদুয়ারে ১১ ই সেপ্টম্বর জেলাস্তরীর শিশু বিজ্ঞান কংগ্রেস আয়োজিত হয় সেখানে শান্তুনু ছাই দিয়ে তৈরি হ্যাণ্ডওয়াশ প্রজেক্ট জমা করে এবং সে জেলার মধ্যেে সফল হয় আগামী ২১ ই সেপ্টেম্বর দুর্গাপুরে আয়োজিত রাজ্যস্তরীর প্রতিযোগিতায় সে অংশগ্রহণ করবে।
আরও পড়ুনঃ দেবশালায় সাঁতার প্রশিক্ষনের দাবি
শান্তনু খুব দরিদ্র পরিবারের থেকে উঠে আসা ছেলে তার বাবা মানসিক রোগী মা নেই। একমাত্র ঠাকুমা শ্রমিকের কাজ করে কোনোক্রমে তাদের সংসার চলে ।তবে নাতির এই সাফল্য খুশি ঠাকুমাও ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584