বিশ্বভারতী ক্যাম্পাসে আক্রমণে অভিযুক্ত সুলভ পুলিশের জালে

0
73

পিয়ালী দাস, বীরভূমঃ

চারদিন আত্মগোপন করে থাকার পর শান্তিনিকেতন থানার পুলিশ গ্রেফতার করতে সফল হল বিশ্বভারতীতে মারধরের ঘটনায় অভিযুক্ত ছাত্রকে। বিশ্বভারতীতে ছাত্রদেরকে মারধরের ঘটনায় গ্রেফতার করা হল সুলভ কর্মকারকে । তাকে আজ ঝাড়খণ্ড থেকে গ্রেফতার করা হয়েছে ৷ এই ঘটনায় পুলিশ আগেই অচিন্ত্য বাগদি এবং সাবির আলিকে গ্রেফতার করেছিল। সেই সময় থেকেই পলাতক ছিল সুলভ৷

অভিযুক্ত সুলভ কর্মকার। ফাইল চিত্র

বিশ্বভারতীর ইতিহাস বিভাগের স্নাতক স্তরের তৃতীয় বর্ষের ছাত্র সুলভ৷ তবে এ.বি.ভি.পি-এর দাবি, সুলভ তাদের সংগঠনের সদস্য নয়।বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের হস্টেলের সামনে দাঁড়িয়েছিল কয়েকজন পড়ুয়া। অভিযোগ, সেইসময় বিশ্ববিদ্যালয়ের এ.বি.ভি.পি-সংগঠনের সদস্য অচিন্ত্য বাগদি ও সাবির আলি তাদের উপর হামলা করে। ঘটনায় জখম হন বাম ছাত্র সংগঠনের সমর্থক স্বপ্ননীল মুখোপাধ্যায় ও ফাল্গুনি পাল। কোনওরকমে তাঁদের উদ্ধার করে বিশ্বভারতীর পিয়ারসন মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়। অভিযোগ, হামলাকারীরা হাসপাতালে পৌঁছায় সেখানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সামনেই স্বপ্ননীল ও ফাল্গুনিদের উপর চড়াও হয় তারা। মারধরের অভিযোগ ওঠে ইতিহাস বিভাগের স্নাতকোত্তরের তৃতীয় বর্ষের ছাত্র সুলভ কর্মকারের বিরুদ্ধেও।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here