নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
গতকাল প্রকাশিত হয় তৃণমূলের সাংগঠনিক রদবদলের তালিকা। যেসব জেলা সভাপতি মন্ত্রীত্বের দায়িত্বে রয়েছেন তাঁদের সরিয়ে আনা হয়েছে নতুন মুখ। সেইমত আজ বহরমপুর তৃণমূল কার্যালয়ে নব নির্বাচিত সভাপতি প্রাক্তন বিধায়িকা সাওনি সিংহ রায়কে সম্বর্ধনা দেওয়া হল।
গতকাল বিকেলে রাজ্য থেকে যে রদবদলের তালিকা এসেছে তাতে মুর্শিদাবাদ জেলার বাইশটি বিধানসভা জঙ্গিপুর পুলিশ জেলা ও মুর্শিদাবাদ পুলিশ জেলায় দুটি ভাগে বিভক্ত করা হয়। এর মধ্যে মুর্শিদাবাদ পুলিশ জেলার নব নির্বাচিত তৃণমূল জেলা সভাপতি হন সাওনি সিংহ রায়।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাওনি সিংহ রায় জানান, এত বড় দায়িত্ব দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে অসংখ্য ধন্যবাদ। এছাড়াও তিনি জানান, ১৩ টি বিধানসভা তার দায়িত্বে, ফলে জেলা দুটি ভাগে ভাগ করায় রাজনৈতিক সকলকে নিয়ে কাজ করতে সুবিধা হবে। যারা বিধায়ক আছে তাদের নিজের এলাকায় দায়িত্ব নিয়ে কাজ করতে হবে বলেও জানান তিনি।
আরও পড়ুনঃ পুলিশের সঙ্গে বাকবিতন্ডা, গ্রেপ্তার কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর
আজ দিলীপ ঘোষের প্রসঙ্গে তিনি বলেন, তাদের পায়ের তলার মাটি সরে গেছে যা পারছেন তাই বকছেন। গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে তিনি বলেন ছোটখাটো ঝুট ঝামেলা হতে পারে, সকলকে এক ছাতায় নিয়ে এসে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে। আগামী দিনে যারা শাখা সংগঠন আছে তাদের নিয়ে সংগঠনকে আরো মজবুত করতে হবে। এদিন উপস্থিত ছিলেন লালগোলার বিধায়ক মহম্মদ আলী, ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির এছাড়া জেলার তৃণমূলের শীর্ষ নেতৃত্ব।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584