ক্রিকেটের বাইরে যেন সচিন ভেবেচিন্তে কথা বলেঃ শরদ পাওয়ার

0
84

অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ

কৃষক আন্দোলন নিয়ে সচিন বিতর্কে এবার মুখ খুললেন এনসিপি (জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি) প্রধান ও প্রাক্তন বিসিসিআই সভাপতি শরদ পাওয়ার। তিনি সচিনকে ভেবেচিন্তে কথা বলার পরামর্শ দিলেন।

sachin tendulkar | newsfront.co

দিল্লির কৃষক বিক্ষোভকে সমর্থন করে বিভিন্ন আন্তর্জাতিক ব্যক্তিত্বরা টুইট করার পর কড়া বার্তা দেওয়া হয় ভারতের বিদেশ মন্ত্রকের তরফে। এই প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র টুইটের পর কেন্দ্রীয় সরকারের সমর্থনে বলিউড তারকা থেকে দেশের ক্রিকেটাররা একযোগে টুইট করতে শুরু করেন।

আরও পড়ুনঃ শুরু অনুশীলন, বিজয় হাজারের দল ঘোষণা বাংলার

সরকারের সমর্থনে এই টুইট করার পরই অনুরাগীদের ক্ষোভের শিকার হন সেলেবরা। টুইটারে কার্যত তারকাদের তুলধোনা করেন ভক্তরা। যা থেকে বাদ পড়েননি ক্রিকেট ঈশ্বর সচিন তেন্ডুলকরও। সচিন ঐক্যবদ্ধভারত নিয়ে টুইট করায় ক্ষোভে ফেটে পড়েন অনুরাগীরা।

ভক্তদের বক্তব্য, সচিন এতদিন কৃষক আন্দোলন নিয়ে এক লাইন লেখেননি, এখন লিখছেন কেন ! এবার একই বিষয়ে মুখ খুললেন এনসিপি প্রধান শরদ পাওয়ার। তিনি বলেন, “অনেক ভারতীয় তারকাকেই এই বিষয়ে কটাক্ষের শিকার হতে হয়েছে। সচিনকে আমি পরামর্শ দেব, ক্রিকেটের বাইরের বিষয়ে কথা বললে যেন আরও বেশি সতর্ক হয়ে কথা বলেন।”

আরও পড়ুনঃ ফের বদল! তাড়ানো হল ওয়াসিমকে, মহামেডান ক্লাবে নতুন কমিটি

প্রসঙ্গত পাওয়ার বোর্ড সভাপতি থাকার কারণে সচিন তাঁর ঘনিষ্ট ছিলেন। শোনা যায় সচিনের কথাতেই গ্রেগ চাপেলকে ভারতীয় কোচ হিসেবে সরান পাওয়ার এছাড়া সচিনকে পাওয়ার ভারতীয় দলের অধিনায়ক হতে বললে তিনিই মহেন্দ্র সিং ধোনির নাম পাওয়ারের কাছে তুলে ধরেন বাকিটা ইতিহাস। এবার দেখার সচিন পাওয়ারের পরামর্শ মানেন কিনা!

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here