শুরু অনুশীলন, বিজয় হাজারের দল ঘোষণা বাংলার

0
119

অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ

সৈয়দ মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্টের ব্যর্থতা ভুলে, বিজয়হাজারে ওয়ানডে টুর্নামেন্টের প্রস্তুতি শুরু করে দিল টিম বাংলা।

cricket players | newsfront.co

যাদবপুর সেকেন্ড ক্যাম্পাসে চলছে প্রশিক্ষণ। এবার রঞ্জি ট্রফি হবে না তাই এই টুর্নামেন্ট জিততে বদ্ধপরিকর বঙ্গ ব্রিগেড। কোচ অরুণ লালের কড়া নজর দলের ব্যাটসম্যানদের ওপর।

cricket practice | newsfront.co

playing cricket | newsfront.co

তিনি জানান, “বাংলার গোটা দল খুব ভালো অনুশীলন করছে, কঠোর পরিশ্রম করছে তাঁরা। আমি আশাবাদী দল বিজয় হাজারে টুর্নামেন্টে ভালো ক্রিকেট খেলবে। অতীতে কি হয়েছে সেটা ভুলে যেতে বলেছি সৈয়দ মুস্তাক আলির ব্যর্থতা এখন আমাদের কাছে অতীত দল সামনের দিকে তাকাতে চাইছে।”

player | newsfront.co

শনিবার বিজয় ক্রিকেটারদের দুই দলে ভাগ করে ম্যাচ খেলানো হয়। এই ম্যাচে ৫ উইকেটে জয়ী হয় টিম এ। টিম বি প্রথমে ব্যাট করে ৫০ ওভারে তোলে ৩২৯ রান। ১২৩ রান করেন বিবেক সিং ও ৯৩ রান করেন সুদীপ চট্টোপাধ্যায়।

players name | newsfront.co

বহু দিন পরে ব্যাট হাতে রান পেলেন তিনি। জবাবে ব্যাট করতে নেমে ৪৮ ওভারে ৩৩৩ রান তোলে টিম এ। ১০১ রান করেন অনুষ্টুপ মজুমদার ও ৯৮ রান করেন শাহবাজ আহমেদ।

আরও পড়ুনঃ ফের বদল! তাড়ানো হল ওয়াসিমকে, মহামেডান ক্লাবে নতুন কমিটি

একই সঙ্গে এদিন বিজয় হাজারে টুর্নামেন্টের জন্য ২১ জনের বাংলা দল ঘোষণা করলেন নির্বাচকরা। মুস্তাকের মতো টিমের অধিনায়ক করা হল অনুষ্টুপ মজুমদারকে ও সহ-অধিনায়ক শ্রীবৎস গোস্বামীকে। দলে তেমন কোনো বদল নেই।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here