নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ
সারা পশ্চিমবঙ্গ জুড়ে কাজ করা কলকাতার স্বেচ্ছাসেবী সংস্থা আলো ট্রাস্টের উদ্যোগে ঝারগ্রাম প্রিয়দর্শিনীর সহযোগিতায় ঝাড়গ্রাম শহরে অনুষ্ঠিত হলো শারদ সম্মান ২০১৯।
ষষ্ঠীর সন্ধ্যায় ঝাড়গ্রাম শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিক্রমা করেন আলো ট্রাস্টের চেয়ারম্যান কমল কৃষ্ণ কুইলা সহ অন্যান্য বিচারকমণ্ডলী।
আরও পড়ুনঃ মেঘমুক্ত আকাশ উপছে পড়া ভিড় বর্ধমানে
বিচারকমণ্ডলীতে ছিলেন শিক্ষক সম্রাট মন্ডল, সমাজসেবী প্রজ্ঞা পারমিতা মন্ডল ,প্রধান শিক্ষিকা দেবলীনা পাল , নাট্যকার কুন্তল পাল। নৃত্য শিল্পী তাপস তাপস দে(গতি)।সংগীত শিল্পী বিজয় পাত্র।নৃত্যশিল্পী বরুন মন্ডল, ফটোগ্রাফার শুভম মণ্ডলসহ অন্যান্যরা।
মোট তিনটি বিভাগে পুরস্কার ঘোষিত হয় সেরা পরিবেশ পূজা সম্মাননা পেয়েছে, ফুরফুরি নগর পূজা কমিটি, সেরা মন্ডপ নির্বাচিত হয়েছে প্রান্তিক পূজা কমিটি, সেরা প্রতিমা নির্বাচিত হয়েছে ঘোড়াধরা পূজা কমিটি। আজ সপ্তমীতে পূজা কমিটি কমিটিগুলির হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584