ছোটদের সাহিত্য পত্রিকা ‘নয়ন’-এর শারদ সংখ্যার মোড়ক উন্মোচন

0
88

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

প্রকাশিত হলো ‘নয়ন’ পত্রিকার এবারের শারদ সংকলন। শুক্রবার গান্ধী জয়ন্তীর বৃষ্টিভেজা সন্ধ্যায় মোড়ক উন্মোচন হলো ছোটদের সাহিত্য পত্রিকা ‘নয়ন’এর এবছরের শারদ সংকলনের। দীর্ঘ ৩৬ বছর ধরে সাফল্যের সাথে পথ চলা এই পত্রিকার উন্মোচনের শারদ অনুষ্ঠান এবার অনুষ্ঠিত হলো মেদিনীপুর শহরের সংস্কৃতি চর্চার অন্যতম প্রাণকেন্দ্র রবীন্দ্র নিলয়ে। আর এই অনুষ্ঠানেই গুনীজন ও সংস্কৃতিপ্রেমী মানুষদের উপস্থিতিতে প্রকাশিত হলো ‘নয়ন’-এর শারদ সংকলন।

nayan | newsfront.co
নিজস্ব চিত্র

সীমিত সংখ্যক আমন্ত্রিত অতিথিদের নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানান পত্রিকার সম্পাদক সাহিত্যিক বিদ্যুৎ পাল। ছোটদের পত্রিকা নয়নের রীতি অনুযায়ী স্বাগত ভাষণ দেন শিশু বাচিক শিল্পী অহনা মিশ্র। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেদিনীপুর কলেজের ইতিহাস বিভাগের অধ্যাপক সত্যরঞ্জন ঘোষ। অনুষ্ঠানের চিরাচরিত নিয়ম অনুযায়ী এবারে শিশু সভাপতির পদ অলংকৃত করেন দেবপূর্ণা সুরাল।

আরও পড়ুনঃ গান্ধীজির জন্মদিনে টুইটারে টপ ট্রেন্ডে নাথুরাম

new program | newsfront.co
আনুষ্ঠানিক উন্মোচন ৷ নিজস্ব চিত্র

বিশেষ অতিথি মেদিনীপুরের উদীয়মান শিশু আবৃত্তি শিল্পী অনুভব পালকে বিশেষ সম্মাননা জ্ঞাপন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিশু চিকিৎসক ডাঃ বি বি মন্ডল,বাচিক শিল্পী অমিয় পাল, সঙ্গীত শিল্পী হায়দার আলী, রবীন্দ্র স্মৃতি সমিতির সাধারণ সম্পাদক লক্ষণচন্দ্র ওঝা,সময় বাংলার কর্ণাধার জয়ন্ত মন্ডল সহ প্রমুখ বিশিষ্ট জনেরা।

আরও পড়ুনঃ জন্মদিনে বিশেষ শ্রদ্ধার্ঘ্য, বুর্জ খলিফায় রঙিন আলোয় ভেসে উঠল গান্ধীজির ছবি

ছিলেন মেদিনীপুর সাহিত্য, সঙ্গীত, আবৃত্তি, নৃত্যসহ অন্যান্য ক্ষেত্রের বিশিষ্ট জনেরা। ছিলেন মেদিনীপুর বাচিক শিল্পী সংসদের প্রতিনিধিরা। এদিনের অনুষ্ঠানে মেদিনীপুরের তরুণ কবি নিসর্গ নির্যাস মাহাতোর হাতে ‘নয়ন’ পত্রিকার সহকারী সম্পাদকের দায়িত্ব তুলে দেওয়া হয়। গোটা অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনা করেন বাচিক শিল্পী রত্না দে।

উল্লেখ্য বিগত ছত্রিশ বছর ধরে একনাগাড়ে সাফল্যের সঙ্গে ছোটদের সাহিত্য পত্রিকা ‘নয়ন’ প্রকাশ করে চলেছেন নয়নের সম্পাদক সাহিত্যিক বিদ্যুৎ পাল। এবারের শারদ সংকলনের প্রচ্ছদ অঙ্কন করেছেন শিল্পী সুদীপ মাইতি। মুদ্রণের দায়িত্ব পালন করছেন রাজসী প্রেস অ্যান্ড পাবলিকেশন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here