‘ম্যাগাজিন’ ও ‘নৃত্যনীড়’-এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হল শারদোৎসব ‘কাশ-বাতাসে’

0
140

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর:

পশ্চিম মেদিনীপুর জেলার সদর শহর মেদিনীপুরের বিদ্যাসাগর স্মৃতি মন্দির প্রাঙ্গণে মহালয়ার সকাল অনুষ্ঠিত হলো, কাশ- বাতাসে। ‘ম্যাগাজিন’ নামক লিটল ম্যাগাজিন ও নৃত্য প্রশিক্ষণ কেন্দ্র ‘নৃত্যনীড়’- এর যৌথ উদ্যোগে এই আয়োজন। দেবী মহামায়ার প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করে নারকেল ফাটিয়ে অনুষ্ঠানের সূচনা করেন সংগীত শিল্পী যতন সরকার। সকলের কাছে তিনি চা দাদু নামেই পরিচিত।

Mahalaya program
নিজস্ব চিত্র

নাচ- গান- আবৃত্তি- কবিতা পাঠ- বক্তৃতা- অঙ্কন ও আলোকচিত্রের মেলবন্ধনে দিনটি উদযাপিত হয়। প্রকাশিত হয় ‘ম্যাগাজিন’ শারদ সংখ্যা। অতিথিদের বরণ করে নেওয়া হয় কুচো ফুল ভর্তি মালসা ও সিঁদুরের তিলক দিয়ে। মহালয়া মানে পিতৃপক্ষের অবসান হয়ে মাতৃপক্ষের সূচনা। তাই দুই সংস্থার আয়োজক রিমা কর্মকার ও নিসর্গ নির্যাস মাহাতো মঞ্চে তাঁদের মা’দের এনে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন।

Dance program

আরও পড়ুনঃ গড়বেতায় চেনা ছকের বাইরে গিয়ে ছেলের জন্মদিন পালন করল পরিবার

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিমা কর্মকারের মা স্বাস্থ্যসেবিকা অজন্তা কর্মকার, নিসর্গ নির্যাসের মা বাচিক শিল্পী মৃদুলা ভূঁইয়া, কবি প্রসূন পড়িয়া, সিদ্ধার্থ সাঁতরা, অভিনন্দন মুখোপাধ্যায়, আকাশ রায়, সংগীত শিল্পী সুলগ্না চক্রবর্তী, দেবলীনা চক্রবর্তী, সুমন্ত সাহা, মিতালী সিনহা, সুদীপ করণ, বাচিক শিল্পী মোম চক্রবর্তী, শায়েরী চক্রবর্তী, নবনীতা সাহা, চিত্রশিল্পী প্রদীপ বসু, বিশ্বজিৎ ঘোষ, নরসিংহ দাস, শিক্ষিকা গৌরী প্রতিহার, সংস্কৃতিপ্রেমী লক্ষণচন্দ্র ওঝা, সমাজকর্মী সুদীপ কুমার খাঁড়া, মণিকাঞ্চন রায়, ফাকরুদ্দিন মল্লিক, সুজাতা সামন্ত দোলাই, মুস্তাফিজুর রহমান, সাইক্লার্স ক্লাবের নবনীতা মিশ্র, প্রীতিশ মুরারকা সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাচিক শিল্পী অর্ণব রায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here