নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
মেদিনীপুর সদর ব্লকের পাঁচখুরীতে অবস্থিত ঋষি অরবিন্দ শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয়ের উদ্যোগে অনুষ্ঠিত হলো প্রাক্ শারদীয় ‘আবাহনী’। মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হলে আয়োজিত এই অনুষ্ঠানে নৃত্য,সঙ্গীত আবৃত্তি,নৃত্যনাট্যর মাধ্যমে কলেজের পক্ষ থেকে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপন করা হয়,এদিন অনুষ্ঠিত হয় নবীণ বরণ ও বিদায় সম্বর্ধনা।
নৃত্যনাট্য ‘শক্তি রূপেণ সংস্থিতা’য় ফুটে উঠলো দেবী ঊমা,পার্বতী, দুর্গা রূপ।মহিষাসুর মর্দ্দিনী প্রাণ পেলো দেবীর আত্মকথনে।পরিকল্পনায় ছিলেন শিক্ষিকা সুলগ্না চক্রবর্তী,স্ক্রিপ্ট রচনা করেছিলেন নিসর্গ নির্যাস মাহাতো।বৃষ্টি মুখার্জীর সুললিত কন্ঠে এবং নৃত্যশিল্পী রাজীব খাঁন, সংহতি, শেষাদ্রি, সহেলীর পাশাপাশি মহাবিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে জীবন্ত হয়ে উঠে এই পৌরাণিক কাহিনী।
আরও পড়ুনঃ পুজোর থিমে কেরলের বন্যার চিত্র
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584