মোহনা বিশ্বাস,বিনোদন ডেস্কঃ
সালটা ১৯৭৫। ১৫ অগাস্ট ভারতের বক্সঅফিসে মুক্তি পেয়েছিল রমেশ সিপ্পি পরিচালিত শোলে। লেখা হয়েছিল ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসের এক নতুন অধ্যায়। এই ছবিতে সেলিম খানের বাবা বলদেব সিং চরকের নামে সঞ্জীব কুমারের চরিত্রের নাম রাখা হয় ঠাকুর বলদেব সিং। বীরুর চরিত্রে অভিনয় করেন ধর্মেন্দ্র। জয়ের চরিত্রের জন্য পরিচালকের প্রথম পছন্দ ছিল শত্রুঘ্ন সিনহা। কিন্তু শত্রুঘ্ন এই অফার ফিরিয়ে দেন। যার কারণে তাঁর আজীবন আফসোস থাকবে।
কিন্তু সেদিন তিনি জরের চরিত্রে অভিনয় করার অফারটি ফিরিয়ে দিয়েছিলেন কেন? সম্প্রতি একটি রিয়েলিটি শোয়ে এ বিষয়ে মুখ খুললেন ‘কালীচরণ’। জানালেন, “রমেশ সিপ্পি একজন খুব ভাল পরিচালক। তাঁর পরিচালিত সব ছবিই সুপারহিট। সেইমতো শোলেও ব্লকবাস্টার হয়েছিল। কিন্তু সেইসময় আমি পরপর এমন কিছু ছবির শুটিং করছিলাম, যেখানে দুজন হিরো। ফলে ‘শোলে’তে অতটা আগ্রহ দেখাইনি। তবে আমি খুব খুশি। আমি রাজি হইনি বলেই আমার বন্ধু অভিনেতা অমিতাভ বচ্চন ‘শোলে’তে এত বড় সাফল্য পেয়েছিল।”
আরও পড়ুনঃ বিবাহ বিচ্ছেদের পথে আমির
শত্রুঘ্ন আরও জানান, বিনোদন জগতের এটাই নিয়ম। ডেটের সমস্যায় বহু ছবিই তাঁদের ছেড়ে দিতে হয়। অমিতাভ বচ্চন ডেটের সমস্যার কারণেই ‘কালীচরণ’ ছেড়ে দিয়েছিলেন। তবে সেদিন ‘শোলে’তে জয়ের চরিত্রে অভিনয় করতে যদি তিনি রাজি হয়ে যেতেন তবে আজকে অনেক কিছুই অন্যরকম হতে পারত।
আরও পড়ুনঃ শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার বলিউড অভিনেতা
তবে তাঁর এত বড় অফার ছাড়ার আফসোস যেমন রয়েছে তেমন তাঁর বন্ধু অমিতাভ বচ্চনের এত বড় সাফল্যে তিনি সত্যিই গর্বিতবোধ করেন বলে জানান বলিউডের সুপারস্টার শত্রুঘ্ন সিনহা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584