দাড়িভিটে বিজেপির রথযাত্রীদের রাত্রিবাসের আয়োজন

0
92

তপন চক্রবর্তী,উত্তর দিনাজপুরঃ

২০১৯ লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে বাংলায় কোমর বেঁধে নামছে বিজেপি। সেদিকে লক্ষ রেখেই পশ্চিমবঙ্গের কোচবিহার,গঙ্গাসাগর ও বীরভূম থেকে যথাক্রমে ৭ই ডিসেম্বর,৯ই ডিসেম্বর ও ১৪ই ডিসেম্বর এই রাজ্যের তিন দিক থেকে বিজেপির রথ যাত্রা শুরু হচ্ছে।শুধু শুধু রথ দেখানই তাদের উদ্দেশ্য নয়।রথ দেখানোর সাথে সাথে তাদের মূল উদ্দেশ্য কলা বেচা।এই কলা বিক্রি করবার জন্য বিজেপির তাবর তাবর সেলসম্যান রথকে পরিচালনা করবার জন্য আসছেন।জানা গেছে উত্তরবঙ্গের কোচবিহার থেকে বিজেপির রথ যাত্রা ৭ই ডিসেম্বর শুরু হয়ে চলবে১০ই জানুয়ারী পর্যন্ত।

নিজস্ব চিত্র

বিজেপির রথটি উত্তরবঙ্গে৩৪দিনে মোট ২৪৫৭কিমি পথ পাড়ি দেবে বলে জানা যায়।কোচবিহারের রথটি উত্তরবঙ্গের বিভিন্ন শহর পরিক্রমা করে পৌঁছে যাবে বনগাঁওয়ে।সেখান থেকে পরবর্তীতে রথটি ব্রিগেডে গিয়ে পৌঁছাবে।গঙ্গাসাগর থেকে একই ভাবে বিজেপির রথ যাত্রা শুরু হবে ৯ই ডিসেম্বর।চলবে ৯ই জানুয়ারী পর্যন্ত।গঙ্গাসাগর এলাকায় এই রথটি মোট ১৪৪৬কিমি পথ পাড়ি দেবে বলে জানা যায়।অনুরূপভাবে আগামী ১৪ই ডিসেম্বর তথাকথিত মুকুটহীন রাজা অনুব্রতের শহর বীরভূম থেকেও একটি রথ জনসংযোগ বৃদ্ধির কারণে বিভিন্ন এলাকা যাত্রা সম্পন্ন করে ব্রিগেডে গিয়ে পৌঁছাবে বলে জানা যায়।বিজেপির রথ যাত্রাকে কেন্দ্র করে ইতিমধ্যেই উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর জেলায় ব্যাপক প্রস্তুতি শুরু হয়ে গেছে।চলছে মিটিং মিছিল গ্রামের বাড়ি বাড়ি বৈঠকের কাজগুলি।বিজেপির উত্তরদিনাজপুর জেলার সভাপতি শঙ্কর চক্রবর্তী এক সাক্ষাৎকারে বলেন সারারাজ্য জুড়ে তৃণমূলের অত্যাচার অনাচার,খুন রাহাজানি, বেকার যুবকদের সমস্যা,টাকার বিনিময়ে চাকরি এবং পশ্চিবঙ্গের তৃণমূলের রাজত্বের সার্বিক ব্যর্থতা তুলে ধরা হবে।বিজেপির উত্তর দিনাজপুর জেলার সভাপতি শঙ্কর চক্রবর্তী বলেন আগামী ১৮ই ডিসেম্বর রথ প্রবেশ করবে ইসলামপুরের দারিভিট এলাকায় সেখানে রাত্রিবাসের পর ১৯শে ডিসেম্বর কালকিতে বড় জনসভা হবে।রায়গঞ্জে জনসভা হবে ২০শে ডিসেম্বর।পরের দিন ২১শে ডিসেম্বর কালিয়াগঞ্জ অভিমুখে রথ যাত্রা করবে।তিনি বলেন এই রথ যাত্রায় সব সময়ের জন্য উপস্থিত থাকবেন কেন্দ্রের মন্ত্রী সভার বিশিষ্ট মন্ত্রীদের সাথে বিজেপির বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীগন। অপরদিকে বিজেপির রথ যাত্রার পরি প্রেক্ষিতে রাজ্য তৃণমূলের পক্ষ থেকেও একটি পবিত্র যাত্রার ডাক দেওয়া হয়েছে বলে তৃণমূলের জেলা স্তরের জনৈক নেতা জানালেন।

আরও পড়ুনঃ বর্ধমান টাউন হলে বিজেপির সভা থেকে বুথে নজরদারি করার আহ্বান

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here