নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
আমফানের জেরে প্রায় ছারখার গোটা সুন্দরবন। করোনার জেরে অনেক আগে থেকেই কর্মহীন এলাকার বহু মানুষ। এরপর সেই ক্ষতে নুনের ছিটে দিতে হাজির হয় আমফান। রাজ্য জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর আজ আর নতুন করে বলার কথা নয়। অসহায়দের জন্য ত্রাণ নিয়ে পৌঁছে যাচ্ছে বহু সংস্থা। এমনই একটি সংস্থা ‘SHER’, অর্থাৎ ‘সোসাইটি ফর হেরিটেজ অ্যান্ড ইকোলজিক্যাল রিসার্চেস’।
বাঘ সহ অন্যান্য পশুপাখি সংরক্ষণের কাজ করে ‘শের’ সংস্থা। তাই শুধু মানুষই নয়, পশুপাখিদের জন্য কাজ করতেও এই দুর্দিনে বদ্ধ পরিকর এই সংস্থা। ‘শের’ পশ্চিমবঙ্গ সরকারের বন দফতর এবং সুন্দরবন টাইগার রিজার্ভের সহায়তায় সম্প্রতি সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে ত্রাণ হাতে পৌঁছে গিয়েছে। আগামীদিনেও এই উদ্যোগ থাকবে বহাল। আপাতত এই প্রথম পর্বে ত্রাণ হিসেবে সংস্থার তরফ থেকে দেওয়া হল শুকনো খাবার, ওষুধ, ত্রিপল, জল।
খুব শীঘ্রই ‘শের’ এর দুই কাণ্ডারি সুচন্দ্রা কুণ্ডু এবং জয়দীপ কুণ্ডু এবং তাঁদের বাহিনী সুন্দরবনে পৌঁছে যাবে বাচ্চাদের জামাকাপড়, বই-খাতা এবং কিছু অত্যাবশ্যকীয় সামগ্রী সঙ্গে নিয়ে। প্রসঙ্গত, গত ২৫ মে থেকে এই সংস্থা হেতালবাড়িতে ১০০০ জনের জন্য কমিউনিটি কিচেনে খাবার বানাচ্ছে। এই কাজে সংস্থার পাশে এসে দাঁড়িয়েছে কলকাতা ও হাওড়া পুলিশ।
আরও পড়ুনঃ দেবী অন্নপূর্ণা রূপে আর্তদের পাশে অভিনেত্রী পায়েল সরকার
শের সংস্থার মুখ্য উপদেষ্টা অরিন্দম শীল এক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করছেন। শামিল হয়েছেন পরিচালক রাজ চক্রবর্তী, অভিনেতা অসীম রায়চৌধুরী সহ বিনোদনজগতের বহু মানুষ। ঝড়খালিতে ব্যাঘ্র প্রকল্পের বেড়া ভেঙে গুড়িয়ে গিয়েছে। বাঘ মহাশয়দের লোকালয়ে ঢুকে পড়ার সম্ভাবনা বেড়ে গিয়েছে বহুগুণে। সেদিকেও খেয়াল রাখতে চায় ‘শের’।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584