কবির হোসেন, স্পোর্টস ডেস্কঃ
অভিষেকের চমক মলদোভা এফসি শেরিফ টিরাষ্পলের। মঙ্গলবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ঘরের মাঠে ১৩ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে ২-১ গোলে হারিয়ে দিলো মলদোভার অখ্যাত ফুটবল দল।আক্রমণাত্মকভাবে শুরু করলেও বার বার শরিফের রক্ষণে সামনে আটকে যায়।
এদিন শেরিফ গোলকিপার জিরজিওস আথনাসিয়াদিস অসাধারন ম্যাচ খেলেন, রিয়াল মাদ্রিদ ৩১টা শর্ট নেয় শেরিফের গোল লক্ষ্য করে। গতির বিরুদ্ধে পঁচিশ মিনিটের মাথায় গোল করেন শেরিফের জাসুরবেক ইশাখশিবয়েভ। পিছিয়ে পড়ে ঘনঘন আক্রমণ করে ও গোল পরিশোধ করে উঠতে পারেনি রিয়াল মাদ্রিদ।
Derrota ante el Sheriff. #UCL
— Real Madrid C.F. (@realmadrid) September 28, 2021
দ্বিতীয়ার্ধে ৬৩ মিনিটের মাথায় রিয়াল মাদ্রিদ পেনাল্টি পায়। শেরিফ আড্ডো রিয়ালের ভিনিনিয়াস জুনিয়রকে বক্সের মধ্যে ফেলে দিলে রেফারি পেনাল্টি দেন। করিম বেনজিমা গোল করে ১-১ করে দেন। ৭২মিনিটে অফসাইডের জন্য শেরিফের গোল বাতিল করে দেন রেফারি।
আরও পড়ুনঃ প্রথা ভেঙে এবারের আইপিএলে একই সাথে দুটি ম্যাচ
কিন্তু ম্যাচের শেষ মুহূর্তে ৮৯ মিনিটে মাথায় সেবাস্তিয়ান থিল বাঁ পায়ের দূর্ধর্ষ ভলিতে রিয়াল গোলকিপার কে থিবোকে পরাস্ত করে ২-১ এগিয়ে যায় মলদোভার শেরিফ টিরাষ্পল। মলদোভার ফুটবল দলকে প্রথম থেকে রক্ষণাত্মক ফুটবল খেলে এক পয়েন্টের আশায়। তারা যে ১৩বারের চ্যাম্পিয়নস রিয়াল মাদ্রিদকে হারিয়ে দেবে যা অনেক ফুটবল বিশেষজ্ঞকেও অবাক করে দেয়। এর ফলে রিয়াল মাদ্রিদ ও এসি মিলানের মত দলগুলোকে পেছনে ফেলে গ্রুপ ডির শীর্ষে উঠে এল শেরিফ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584