শিবু-নন্দিতার নতুন চমক ‘অন্তেষ্টি. কম’

0
357

মোহনা বিশ্বাস, কলকাতাঃ

মকর সংক্রান্তির দিনই প্রকাশ্যে এল উইন্ডোজ-এর নতুন ছবির নাম। এ দিন ত্রিধারা সম্মিলনীতে সাংবাদিকদের সামনে নতুন ছবির নাম ঘোষণা করলেন উইন্ডোজ প্রোডাকশন হাউস-এর কর্ণধার শিবপ্রসাদ মুখার্জী ও নন্দিতা রায়। তাদের পরিচালিত নতুন ছবির নাম হল ‘অন্ত্যেষ্টি.কম’।

shiboprosad mukherjee and nandita roy release new movie | newsfront.co
সাজানো শববাহী গাড়ির সামনে চার কৃতি। ছবিঃ প্রকাশ পাইন

তবে ছবির শুটিং এখনও শুরু হয়নি। সম্ভবত আগামী বছরই মুক্তি পাবে এই ছবি। মহিলা ফিউনারেল প্ল্যানার শ্রুতি রেড্ডির জীবনকাহিনীই এই ছবির গল্পের অনুপ্রেরণা।

shiboprosad mukherjee and nandita roy release new movie | newsfront.co
অন্ত্যেষ্টি.কম এর প্রেস মীট। ছবিঃ প্রকাশ পাইন

শবদেহ শ্মশানে নিয়ে যাওয়ার জন্য যখন কাউকে পাওয়া যায় না তখন এগিয়ে আসেন শ্রুতি রেড্ডি। তিনিই শবদেহ শ্মশানে নিয়ে যাওয়ার জন্য শববাহী গাড়ির ব্যবস্থা করে দেন।

আরও পড়ুনঃ জাদু দেখাচ্ছে ঋত্বিকের ‘ল্যাদ’

শ্রুতি রেড্ডির কোম্পানি ‘অন্ত্যেষ্টি ফিউনারেল সার্ভিসেস প্রাইভেট লিমিটেড’ থেকে পাঠানো হয় সেই গাড়ি। শ্রুতির এই সাহসিকতা ও একা লড়াইয়ের গল্পই শিবু-নন্দিতাকে অনুপ্রেরণা জুগিয়েছে।

জানা গেছে, কলকাতাতেই কাজ করতেন শ্রুতি রেড্ডি। তবে প্রথমে এই কাজের জন্য কাউকেই পাশে পাননি তিনি। পরে তিনি পাড়ার ছেলেদের নিয়েই তৈরি করেন ‘অন্ত্যেষ্টি ফিউনারেল সার্ভিসেস প্রাইভেট লিমিটেড’।

shruthi reddy | newsfront.co
শ্রুতি রেড্ডি। ছবিঃ প্রকাশ পাইন

আরও পড়ুনঃ কাকার বিয়েতে সবার আমন্ত্রণ দেবের তরফে

২০১৮ সালে ন্যাশনাল অনতোপ্রনরশিপ অ্যাওয়ার্ড(জাতীয় উদ্যোক্তা পুরস্কার) পান শ্রুতি। একটি ম্যাগাজিনে শ্রুতির এই গল্প পড়ে উজ্জীবিত হন শিবপ্রসাদ মুখার্জী ও নন্দিতা রায়। আর সেই থেকেই শ্রুতি রেড্ডির কোম্পানির নামেই একটি ছবি করার কথা ভাবেন তাঁরা। বুধবার থেকেই শুরু হল ‘অন্ত্যেষ্টি.কম’-এর কাজ।

shiboprosad mukherjee and nandita roy release new movie | newsfront.co
শিবপ্রসাদ,নন্দিতা, শ্রুতি রেড্ডি(ডানদিক থেকে)। ছবিঃ প্রকাশ পাইন

ছবির চিত্রনাট্য লিখেছেন নন্দিতা রায়। তিনি বলেন, শুনে দুঃখের ছবি মনে হলেও এই ছবিটিও উইন্ডোজ-এর সব ছবিগুলোর মতোই এন্টারটেনিং হতে চলেছে।

আসলে সপরিবারে দেখতে পারবেন এমন ছবিই দর্শককে উপহার দেয় উইন্ডোজ। ‘অন্ত্যেষ্টি.কম’-এর ক্ষেত্রেও তার ব্যতিক্রম হবে না। এই ছবিতে শ্রুতি রেড্ডি-র চরিত্রে কোন নায়িকাকে দেখা যাবে সে বিষয়ে এখনই কিছু জানাননি ‘অন্ত্যেষ্টি.কম’-এর পরিচালক জুটি শিবপ্রসাদ মুখার্জী ও নন্দিতা রায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here