নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
খুব শীঘ্রই নতুন কাজে হাত দিতে চলেছেন বার্থ ডে বয় শিলাদিত্য মৌলিক। তাঁর পরিচালিত প্রথম বাংলা ছবি ‘সোয়েটার’ দাগ কেটেছে দর্শকমনে। তৈরি করেছেন ‘হৃদপিণ্ড’। মুক্তির পথে সেই ছবি। এরপর তিনি বানাতে চলেছেন ‘ছেলেধরা’। রোড মুভি। মুখ্য ভূমিকায় জয়া এহসান।

জয়াকে এখানে হাইওয়েতে ছোটাবেন শিলাদিত্য। আর প্রান্তিক ব্যানার্জি এবং অনুরাধা মুখার্জিকে তিনি বানাতে চলেছেন ছেলেধরা। এঁদের নিয়ে গুছিয়ে একটা রোড মুভি বানাতে চলেছেন শিলাদিত্য।
আরও পড়ুনঃ শিক্ষক দিবসে ‘রান্নাবান্না’তে এক ব্যতিক্রমী শিক্ষকের আগমন
গল্পের কেন্দ্রে রয়েছে অপহরণ এবং একজন মায়ের উপলব্ধির কথা। ‘সোয়েটার’ এবং ‘হৃদপিণ্ড’ দুটি ছবিই বেশ অন্য ভাবনায় গড়া। ছকে বাঁধা গল্পনির্ভর নয় ছবিদুটি। তেমনই ‘ছেলেধরা’ও বলবে এক ছক ভাঙা গল্প। শুভ জন্মদিনে পরিচালকের জন্য রইল শুভকামনা।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584