বাজ পাখি শিল্টনকে এবার দেখা যাবে চার্চিলে

0
82

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

এক যুগের বেশি অধ্যায় শেষ হল মোহন বাগানের ইতিহাসে। চোদ্দ বছর টানা খেলার পর মোহনবাগান ছাড়লেন গোল কিপার শিল্টন পাল। দুই বছর আগেও অনেক ভালো ভালো আর্থিক প্রস্তাব পেয়েছিলেন শিল্টন। কিন্তু মোহন বাগানের প্রতি ভালোবাসা থেকে ক্লাব ছাড়েন নি। কিন্তু গত আই লিগ জয়ী দলে একটা ম্যাচেও জায়গা হয় নি তার। এরপরে এটিকের সঙ্গে ক্লাব গাঁটছাড়া বাধার পর তার বিদায় নিশ্চিত হয়ে যায়। তাই অনেক দিন ধরে কথা বার্তার পরে চার্চিলের জার্সি গায়ে তুললেন। এদিন নিজেই টুইট করে জানান সেই কথা।

Goal keeper Siltan Pal | newsfront.co
সংবাদ চিত্র

ইস্টবেঙ্গল ক্লাবে খেলার খবর এলেও প্রস্তাব আসে নি। আর এক মরসুম খেললেই টানা মোহনবাগানে খেলার ক্ষেত্রে সত্যজিৎ চ্যাটার্জীর রেকর্ড ভেঙে দিয়ে নতুন ইতিহাস রচনা করতেন কিন্তু সেটা হলো না। তবে শিল্টন পালের কোনো আক্ষেপ নেই।

আরও পড়ুনঃ ভারত-অস্ট্রেলিয়া টি ২০ সিরিজ নিয়ে সমস্যা

নিউজফ্রন্টকে তিনি ফোনে জানান, ‘দেখো খারাপ তো লাগেই, এত বছর মোহনবাগান ক্লাবের সাথে ছিলাম। একটা পরিবার হয়ে গেছিল ক্লাবটা। সে কারনে অনেক ভালো প্রস্তাব পেয়েও অতীত সময় ক্লাবের খারাপ সময়ে ক্লাব ছাড়ি নি। এবার আর ওদের আমায় প্রয়োজন নেই। কিন্তু আমিও পেশাদার। তাই ভালো প্রস্তাব পেয়ে চলে গেলাম।‘

আরও পড়ুনঃ আইলীগ জয়ী দলকে বোনাস মিটিয়ে দিলেন বাগান কর্তারা

আইএসএল না খেলে আই লীগ এই প্রশ্নের উত্তরে ময়দানের বাজ পাখি বলেন, ‘আইএসএল খেলার ইচ্ছে ছিল কিছু ক্লাবের সাথে কথাও হয়েছিল। কিন্তু আর এগোলো না কথাবার্তা। কি করা যাবে। চার্চিলেই খেলবো চ্যাম্পিয়ন হলে তো আইএসএল খেলবো। চার্চিলের মতো আই লীগ জয়ী দলে খেলাও কম নয়।‘ মোহনবাগান ক্লাবের হয়ে অধিনায়ক হিসেবে প্রথম বার আই লীগ জেতানোকে সেরা মুহূর্ত বলছেন ময়দানি বাজ পাখি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here