আনিসুর রহমান, কলকাতা:
রবিবাসরীয় সন্ধ্যায় প্রখ্যাত কথাসাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের নিজস্ব বাসভবনে উদার আকাশ ঈদ-শারদ উৎসব সংখ্যা ১৪২৪ এই পত্রিকাটি উদ্বোধন করেন। উদার আকাশ পত্রিকার সম্পাদক ফারুক আহমেদ কথাসাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের হাতে পত্রিকাটি তুলে দেন।
মোড়ক উন্মোচনের পর শীর্ষেন্দু মুখোপাধ্যায় পত্রিকার আঙ্গিক-বিন্যাস ও বিষয় নির্বাচনের ভূয়সী প্রশংসা করেন। সমাজের বৌদ্ধিক বিকাশে সাহিত্য-সংস্কৃতির ভূমিকা উল্লেখ করে তিনি উদার আকাশকে ঈদ-শারদ সংখ্যা প্রকাশের জন্য ধন্যবাদ জানান। উল্লেখ্য, উদার আকাশ নিয়মিত ঈদ-শারদ উৎসব সংখ্যা প্রকাশ করে থাকে। সাম্প্রদায়িক সম্প্রীতির লক্ষ্যেই উদার আকাশ পত্রিকা ও প্রকাশনের এই বিনীত নিবেদন বলে জানান পত্রিকাটির সম্পাদক ফারুক আহমেদ।
পত্রিকার এই বিশেষ সংখ্যাটিতে কবিতা, প্রবন্ধ, ছোটগল্প, বিশেষ রচনা, রাজনীতি, কাজী নজরুল ইসলামকে নিয়ে স্মৃতিচারণা, গ্রন্থ-সমালোচনা, স্মরণ, বিশ্বসাহিত্য, নাট্য-পরিচয়, চৈতন্যচর্চা, উর্দু উপন্যাস নিয়ে আলোচনাসহ বিভিন্ন বিষয় স্থান পেয়েছে।
সম্পাদক ফারুক আহমেদ জানান, এপার বাংলা ও ওপার বাংলার সব সম্প্রদায়ভুক্ত মানুষের মিলন প্রয়াসে বিগত ১৬ বছর নিয়মিত উদার আকাশ পত্রিকাটি প্রকাশিত করছেন। পাঠক সমাজকে সমৃদ্ধ করতে তিনি এই প্রয়াস নিয়েছেন।
তিনি ‘উদার আকাশ’-র উদ্যোগে ভারত বাংলাদেশ মৈত্রী উৎসবেরও আয়োজন করেছেন আগামী ১৪ নভেম্বর ২০১৭ কলকাতার আইসিসিআর হলে।
দুই বাংলার মিলন প্রয়াসে উদার আকাশ ঈদ-শারদ উৎসব সংখ্যায় কলম ধরেছেন একরামূল হক শেখ, তাপস বসু, মীরাতুন নাহার, সাইফুল্লা, অনন্যা রায় পাটোয়ারী, রাতুল গোস্বামী, মণিমালা বাগানী, দেবাশিস বিশ্বাস, পম্পা শীল, আমিনা খাতুন, অনিকেত মহাপাত্র, হীরক বন্দ্যোপাধ্যায়, সুশান্ত কুমার ঘোষ, প্রমথনাথ সিংহ রায়, বিশ্বজিৎ বিশ্বাস, শুভাশিষ গায়েন, নূপুর কাজী, আফরোজা খাতুন, সুপ্রিয়া বিশ্বাস, রফিকুল হাসান, অশোক কুমার দত্ত, কবিরুল ইসলাম কঙ্ক, রঘুনাথ চট্টোপাধ্যায়, জাকির হোসেন স্মৃতিজিৎ, সুব্রতা ঘোষ রায়, প্রবীর ঘোষ রায়, গোলাম রাশিদ, বাসুদেব দাস, লালমিয়া মোল্লা, শিবনাথ রায়, মোনালিসা রেহমান, নুরুল আমিন বিশ্বাস, ইছামুদ্দিন সরকার, সুমিতা চট্টোপাধ্যায়, রুবিয়া খাতুন, ফারুক আহমেদ ও মৌসুমী বিশ্বাস সহ আরও অনেকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584