নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
‘করাচি সুইটস’ নামে আপত্তি শিবসেনা নেতার, হুমকির মুখে মালিক দোকানের নাম ঢাকতে বাধ্য হলেন।
মুম্বাইয়ের বান্দ্রায় কয়েক দশকের পুরোনো মিষ্টির দোকান ‘করাচি সুইটস’, কিন্তু সেই নামেই প্রবল আপত্তি স্থানীয় শিবসেনা নেতার।
দোকানের নাম কেন করাচি সুইটস! দোকানের মালিককে রীতিমতো হুমকি দিয়ে নাম পরিবর্তনের জন্য চাপ দিলেন স্থানীয় শিবসেনা নেতা নীতিন নন্দগাঁওকর। হুমকির জেরে দোকানের নামের উপর খবরের কাগজ দিয়ে ঢেকে দিলেন মালিক। সেই ভিডিও রীতিমত ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
আরও পড়ুনঃ ছটপুজোর শুভেচ্ছা জানিয়ে জোট বেঁধে গঙ্গায় না যাওয়ার জন্য ভিডিও মারফত আবেদন মুখ্যমন্ত্রীর
Mumbai: Video of Shiv Sena leader Nitin Nandgaokar goes viral, where he's allegedly asking Karachi Sweets shop owner in Bandra West to change the name 'Karachi'.
"You have to do it, we're giving you time. Change 'Karachi' to something in Marathi," says Nitin Nandgaokar in video. pic.twitter.com/PfmM4B65ac
— ANI (@ANI) November 19, 2020
ভিডিওটিতে দেখা যাচ্ছে, বান্দ্রার ওই দোকানে হাজির হয়ে মালিককে হুমকি দিচ্ছেন শিবসেনা নেতা নীতিন নন্দগাঁওকর। সেখানে তিনি মালিককে বলছেন, করাচি নাম বদলে মারাঠি কোনও নাম রাখতে হবে নাহলে ফল ভাল হবে না। নীতিন দোকানের মালিককে বলেন, “আপনাকে সময় দিচ্ছি, নাম পাল্টে ফেলুন। নাহলে ফল খুব খারাপ হবে।”
আরও পড়ুনঃ গঙ্গাসাগর মেলায় অভিনব ভার্চুয়াল উদ্যোগ ‘ই- গঙ্গাসাগর মেলা ২০২১’
এমন হুমকির পর এক প্রকার বাধ্য হয়েই দোকানের নামের উপর খবরের কাগজ চাপা দিয়ে দেন মালিক।
পাকিস্তানের সিন্ধ প্রদেশের রাজধানী করাচি শহরের নামে ওই মিষ্টির দোকানের নাম রেখেছিলেন মালিক। এই ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে নেটদুনিয়ায়।
এমন ঘটনা প্রকাশ্যে আসায় স্বাভাবিকভাবেই যথেষ্ট অস্বস্তিতে পড়েছে শিবসেনা। সাংসদ সঞ্জয় রাউত টুইট করে জানিয়েছেন, এই ঘটনার সঙ্গে শিবসেনার কোন যোগ নেই, সর্বোপরি এটি দলের সরকারি অবস্থান-ও নয়। করাচি সুইটস ৬০ বছর ধরে মুম্বইয়ে ব্যবসা করছে। তাদের সঙ্গে পাকিস্তানের কোনও সম্পর্ক নেই। তাই নাম পাল্টানোর কোনও মানেই হয় না।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584