নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:
শিবরাত্রি উপলক্ষে মেয়েদের মধ্যে উপবাস করে শিবের পূজা করার রীতি দীর্ঘদিনের।মেয়েরা ফুল,বেলপাতা,বেল ও দুধ দিয়ে শিবের আরাধনা করে থাকেন। ফলে বহু মানুষ যে দুধ শিব লিঙ্গে ঢালেন, সেই দুধ অপচয় হয়।
তা অনায়াসেই শিশুদের তুলে দিয়ে তাদের ক্ষিদে নিবারণ করা যায়। কারণ জীব সেবাই, শিব সেবা। দুধ নষ্ট না করে তা বাচিয়ে মাঝের ডাবরি চা বাগানের শিশুদের মধ্যে বিতরণ করল আলিপুরদুয়ারের “স্বপ্ন তরী” নামক সাংস্কৃতিক সংস্থার মেয়েরা।
তাদের সম্পাদিকা নিবেদিতা ধর বলেন, মানুষের কাছে দুধ নষ্ট না করে তা দুস্থ শিশুদের মধ্যে বিতরণ করার বার্তা দিতেই তাদের এই আয়োজন।
হনুমান মন্দির সংলগ্ন এলাকার প্রায় শতাধিক শিশুকে তারা দুধের প্যাকেট ও বিস্কুটের প্যাকেট বিতরণ করেন।
বাস্তব দৃষ্টি ভঙ্গির মাধ্যমে মানব সেবায় নিয়োজিত হবার বার্তা দিতেই তারা প্রতিবছর এই কর্মসূচী পালন করেন এবং আগামী দিনেও করবেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584