এনডিএ জোটের আদৌ অস্তিত্ব রয়েছে? প্রশ্ন শিবসেনার

0
72

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

তেলেগু দেশম, শিবসেনা প্রায় পরপর এনডিএ ছেড়েছে, জোটের সবচেয়ে পুরনো শরিক অকালি দলও এবার বেরিয়ে গেল এনডিএ জোট ছেড়ে। সেই প্রসঙ্গেই মন্তব্য একদা গেরুয়া শিবিরের নির্ভরযোগ্য শরিক শিবসেনার। শিবসেনার প্রশ্ন, আদৌ কি এখনও বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের অস্তিত্ব রয়েছে? যদি থেকেই তাহলে কারা তাদের শরিক?

Shivsena | newsfront.co
ফাইল চিত্র

অত্যন্ত আশ্চর্যের বিষয় হলো এনডিএ-এর এত পুরোনো সঙ্গী শিরোমণি অকালি দলকে জোট ছাড়ার সময় একবারও বিরত করার চেষ্টা হল না। শিবসেনা তাদের মুখপত্র সামনায় যা নিয়ে প্রবল উদ্বেগ প্রকাশ করেছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ‘বাদল যখন জোট ছাড়ছে তখন তাঁকে আটকানোর কোনও উদ্যোগ নেওয়া হল না। আগেই শিবসেনা জোট ছেড়েছে। এই দুই শরিক ছাড়া এনডিএ-এর আর কী বেঁচে রইল? হিন্দুত্ব নিয়ে কী তাদের আর কিছু করার রয়েছে?’

আরও পড়ুনঃ পিএম কেয়ারে আরবিআই এলআইসি-সহ রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের দান ২০৫ কোটি

দেশের পৌরষত্বের প্রতিনিধিত্ব করে মহারাষ্ট্র ও পাঞ্জাব, শিবসেনা ও অকালি দল তাঁর প্রতিভূ বলে মনে করে এনডিএ থেকে বেরিয়ে আসা শিবসেনা। ‘এখন অনেকেই বলছে রাম-রাম। কিন্তু, এরপর এনডিএ-তে কোনও রাম নেই। জোট দুটো সিংহ-কে হারিয়েছে।‘ সামনায় প্রতিবেদনে বলা হয়েছে।

আরও পড়ুনঃ ট্র্যাক্টরে আগুন জ্বালিয়ে কৃষি বিলের প্রতিবাদ ইন্ডিয়া গেটের সামনে

উল্লেখ্য, কৃষি বিলের প্রতিবাদ করে গত শনিবার এনডিএ ছেড়েছে শিরোমণি অকালি দল। মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রীর পদ দখলকে কেন্দ্র করে বিজেপি-শিবসেনা দ্বন্দ্ব চরমে ওঠে এবং গত বছর শেষের দিকে জোট ছাড়ে শিবসেনা।
কেন্দ্রে কংগ্রেস সরকারের পতনের লক্ষ্যে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট তৈরি করা হয়। এরপর বহু উত্থান-পতন হলেও জোট ছাড়েনি শিবসেনা বা অকালি দল।

এবার এই দলই জোট ছাড়ায় নানা প্রশ্ন উঠে আসতে শুরু করেছে। কেন্দ্রে বিজেপি একছত্র ক্ষমতা দখল করলেও, রাজ্যগুলোর ক্ষমতা দখলের ক্ষেত্রে বিজেপিকে আঞ্চলিক দলগুলির সাহায্য নিতেই হবে। শিবসেনা ও অকালি দলের এনডিএ জোট পরিত্যাগ তাতে প্রভাব ফেলবে বলে মনে করছে উদ্ধব ঠাকরের দল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here