নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ

২০০৬-এর পাকিস্তান সফর, ফয়সালাবাদ টেস্ট যেখানে সচিন, দ্রাবিড়রা ব্যর্থ সেখানে শোয়েব আখতারের আগুনের স্পেলের সামনে শত রান করেন মহেন্দ্র সিং ধোনি। ধোনি শোয়েবকে পিটিয়ে এতটাই ব্যতিব্যস্ত রেখেছিলেন যে ফয়সালাবাদ টেস্টে ইচ্ছে করে ধোনিকে বিমারই ছুঁড়ে বসেন তিনি।
চোদ্দো বছর আগের সেই স্মৃতি এদিন আকাশ চোপড়ার ইউটিউব চ্যানেলে বলেন আখতার। তিনি বলেন “ফয়সালাবাদে ৮-৯ ওভারের স্পেলে বল করছিলাম। আর সেখানেই ও শতরান করেছিল। আমি ইচ্ছা করেই ওকে বিমার দিই। যাতে ও আউট হয়ে যায় মাথা গরম করে। কিন্তু শুরু থেকেই ওর মাথা খুব ঠান্ডা.যদিও তারপর ক্ষমাও চেয়ে নিয়েছিলাম।”
আরও পড়ুনঃ একদিনে চ্যাম্পিয়ন্স লীগ থেকে ছুটি রিয়াল, জুভেন্তাসের
শোয়েব এরপর যোগ করেন “সেই প্রথমবার কাউকে ইচ্ছা করে বিমার দিয়েছিলাম। এটা মোটেও করা উচিত হয়নি। পরে অনেক অনুশোচনা হয়। স্লো পিচে ও দারুণ খেলছিল। আমি যতই জোরে বল করছিলাম তত জোরেই ও বল হিট করছিল। আমি হতাশ হয়ে পড়েছিলাম। ব্যাটসম্যানদের মারা আমার কখনো উদেশ্য নয়। আর বিমার কখনো ক্রিকেটের অংশ হওয়া উচিত নয়।‘
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584