নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
কলকাতা ভিত্তিক প্রোডাকশন হাউস প্রতিষ্ঠার পর থেকেই ‘ট্রিকস্টার অ্যান্ড স্প্যান প্রোডাকশন’ ভিন্ন স্বাদের আকর্ষণীয় ওয়েব সিরিজ তৈরি করে চলেছে, যা দর্শক এবং সমালোচকদের সমান খুশি করেছে। তাদের সপ্তম ওয়েব-সিরিজ ‘শব্দ জব্দ’, আধুনিককালের একটি মনস্তাত্ত্বিক থ্রিলার। ভারতীয় আঞ্চলিক ভাষায় সর্বাধিক জনপ্রিয় ওয়েব সিরিজ হিসেবে ‘ইটি ব্র্যান্ড ইক্যুইটি স্পট অ্যাওয়ার্ডস ২০২০’-তে ব্রোঞ্জ জিতে নিয়েছে।
‘শব্দ জব্দ’ হইচই (বাংলা সংস্করণ) এবং এমএক্স প্লেয়ারে (‘ওয়ানস আপন এ ক্রাইম’ শিরোনাম সহ হিন্দি সংস্করণ) প্রচার করছে। ২০২০-র সবথেকে জনপ্রিয় আঞ্চলিক ওয়েব সিরিজের খ্যাতি মিলেছে ‘শব্দ জব্দ’র।
‘শব্দ জব্দ’র পরিচালক সৌরভ চক্রবর্তী বলেন- “আমি পুরস্কারের জন্য ইটি ব্র্যান্ডটিকে ধন্যবাদ জানাই এবং শব্দ জব্দ’র সঙ্গে সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানাই। দর্শকদের জানাই ধন্যবাদ। দর্শক ‘শব্দ জব্দ’কে ভালো না বাসলে এত কিছু সম্ভব হত না। ট্রিকস্টার এন্ড স্প্যান প্রোডাকশন আমাদের সকলের জন্য বড় সম্মানের। আগামী দিনে আরও বিনোদনমূলক সামগ্রী তৈরি করার জন্য আমাদের জন্য একটি বড় প্রেরণা এই ব্র্যান্ড।”
প্রতারণা ও বিশ্বাসঘাতকতার গল্প ‘শব্দ জব্দ’। টানটান উত্তেজনায় ঠাসা এই থ্রিলার। ‘ট্রিকস্টার অ্যান্ড স্প্যান প্রোডাকশন’-এর প্রযোজনায় এবং সৌরভ চক্রবর্তীর পরিচালনায় এই সিরিজের সৃজনশীল পরিচালনার দায়িত্বে ছিলেন ইশিতা সরকার।
আরও পড়ুনঃ ঋতাভরীর জন্মদিন
সঙ্গীত করেন অমিত বসু ও যশ। থ্রিলারপ্রেমীরা দেখতে পারেন ‘শব্দ জব্দ’। মন্দ লাগবে না।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584