নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতিতে তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে। সভাপতি দিবাকর জানার বিরুদ্ধে তমলুক থানায় অভিযোগ দায়ের করলেন সহ সভাপতি শোভা সাউ। অপর দিকে সমস্ত অভিযোগ অস্বীকার করে সভাপতি দিবাকর জানা পাল্টা অভিযোগ করেছেন শোভা সাউয়ের বিরুদ্ধে।
জানা গেছে, কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রে কর্তব্যরত আধিকারিক ও কর্মচারীকে মারধরের অভিযোগে তৃণমূলের শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির সভাপতি দীবাকর জানাকে দল থেকে বহিষ্কার করা হয় এবং তার হাজত বাস হয়। তাই পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক অফিস থেকে সভাপতির অবর্তমানে সহ-সভাপতি শোভা সাউকে অস্থায়ী ভাবে সভাপতির দায়িত্ব দেওয়া হয়।
আরও পড়ুনঃ সাম্প্রদায়িক রং দিয়ে অশান্তির চেষ্টা- পাল্টা টুইট স্বরাষ্ট্র দফতরের
কিন্তু দীর্ঘ ছয় মাস পর সভাপতি গত ৯ অক্টোবর তারিখ শুক্রবার দীবাকর জানা পুনরায় তার সভাপতি আসনে বসেন তমলুক থানার পুলিশের ঘেরাটোপের মধ্যে প্রচুর সমর্থকরা উপস্থিত ছিলেন। ১০ অক্টোবর শনিবার শহীদ মাতঙ্গিনি পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি শোভা সাউ সভাপতির বিরুদ্ধে তমলুক থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
আরও পড়ুনঃ শিলিগুড়িতে থিনার কেমিক্যাল উদ্ধার,ধৃত ২
অভিযোগে তিনি দাবি করেন, সভাপতি জোর করে কোন লিখিত অনুমতি না নিয়ে তাঁর সিট দখল করেছে এবং ঐ দিন তিনি অফিসে থাকা কিছু জরুরি কাগজ পত্র সরিয়ে দিয়েছেন এবং সভাপতির ফলক থেকে তার নাম ছিঁড়ে দিয়ে জোর করে নিজের নাম বসিয়ে দিয়েছেন। এই সকল কারন দেখিয়ে তিনি তমলুক থানায় দিবাকর জানার বিরুদ্ধে অভিযোগ করেছেন।
এদিকে অভিযুক্ত দিবাকরের দাবি, তিনি কোন ভাবেই জোর করে তার সিট দখল করেনি তিনি পঞ্চায়েত আইন মেনেই নিজের সিটে বসেছেন এবং তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তিনি আরও বলেন যে, সমস্ত ঘটনাটি শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির ভারপ্রাপ্ত বিডিও সুমন মন্ডল এবং
সহ সভাপতি শোভা সাউয়ের পূর্ব পরিকল্পিত চক্রান্ত, তার মূল প্রমাণ সহ সভাপতির আভিয়োগ পত্রে বিডিও স্ট্যাম্প দিয়ে রেফারেন্স করা হয়েছে তাই যারা তার বিরুদ্ধে চক্রান্ত করছে তাদের কঠোর শাস্তি ব্যবস্থা করা হোক।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584