পারসি মহিলা খুন! আসছে ‘শকুনের লোভ’

0
194

মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ

১৬ বছর আগে কলকাতার ডালহৌসি চত্বরে পারসি মহিলার খুনের ঘটনা গোটা দেশে সারা ফেলে দিয়েছিল। সেই খবরকেই প্রথম লিড নিউজে তুলে ধরেছিলেন ক্রাইম রিপোর্টার অনির্বাণ সেনগুপ্ত। দিনের পর দিন যিনি তাঁর ব্যক্তিগত এবং পেশাগত উভয় জীবনেই কোণঠাসা হয়ে পড়েছিলেন।

Shokuner Lov | newsfront.co
ছবির পোস্টার। সংবাদ চিত্র

কর্মজীবনে অনির্বাণ অফিস রাজনীতির শিকার হন। চাইলেও তিনি মনের মতো করে কাজ করতে পারছেন না। অন্যদিকে, সাংবাদিকতার জন্য তিনি তার ভালবাসাও হারিয়েছেন।

বলা ভালো, সাংবাদিকতার কারণে ভালবাসাকে ত্যাগ করেছিলেন তিনি। অনির্বাণের কাছে সাংবাদিকতা কেবল নিছক কাজ নয়, তার কাছে সাংবাদিকতা হল আবেগ ও তার স্বপ্ন। অনির্বাণ সেনগুপ্ত-র বাবাও ছিলেন একজন খ্যাতিমান ক্রীড়া সাংবাদিক। অনেক বছর আগেই গত হয়েছেন তিনি। তাঁর মা বিছানায় শয্যাশায়ী।

আরও পড়ুনঃ ভাইরাল দীপিকার ছোটবেলা

অনির্বাণ যখন অনুভব করলেন যে কর্মজীবনে তিনি মৃত প্রান্তে পৌঁছেছেন, তখন হঠাৎ আশার একটি কিরণ খুঁজে পেলেন। ১৬ বছর আগের পারসি মহিলা খুনের রহস্য পুনরায় সমাধান করতে আগ্রহী হন নতুন পুলিশ কমিশনার, যা বহুদিন ধরে ফাইল বন্ধ অবস্থায় পড়েছিল।

অনির্বাণও ঐ খুনের ঘটনার বেশ কিছু তথ্য সংগ্রহ করে ফেলে ইতিমধ্যেই। আর এটাকেই অনির্বাণ তার প্রত্যাবর্তনের শেষ সুযোগ হিসাবে বেছে নিয়েছিলেন। খুনের ঘটনা পুনরুত্থানের পর এই রহস্যের কি সমাধান হবে? অফিসের রাজনীতিকে দূরে সরিয়ে অনির্বাণ সেনগুপ্ত কি পারবেন আলোয় ফিরতে?

আরও পড়ুনঃ অসাধারণ অভিজ্ঞতার জন্য ট্যুইটে পরিচালককে ধন্যবাদ জ্ঞাপন ‘কার্গিল গার্ল’ জাহ্নবী-র

দীর্ঘ প্রতীক্ষার পর এইসব প্রশ্নের উত্তর নিয়েই আগামী ফেব্রুয়ারী মাসে মুক্তি পেতে চলেছে অনিন্দ্য বিকাশ দত্ত পরিচালিত ছবি ‘শকুনের লোভ’।

ছবিতে ক্রাইম রিপোর্টার অনির্বাণ সেনগুপ্ত-র ভূমিকায় দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়কে। পুলিশ অফিসার সুজয়ের ভূমিকায় দেখা যাবে অভিনেতা জয় সেনগুপ্তকে। নিউজ এডিটর অরুণ নন্দীর চরিত্রে অভিনয় করেছেন শঙ্কর চক্রবর্তী। অনির্বাণ সেনগুপ্ত-র মায়ের ভূমিকায় দেখা যাবে তপতি মুন্সিকে।

আরও পড়ুনঃ নতুন বছরে আসছে হায়দ্রাবাদ ঘটনার সাদৃশ্যের ছবি ‘বাকি এখনও দুই’

এছাড়াও এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে আরও অন্যান্য তারকাদেরও। ছবির চিত্রনাট্য লিখেছেন সুরবেক বিশ্বাস এবং পরিচালক স্বয়ং। ছবির গানের দায়িত্বে রয়েছেন আশু চক্রবর্তী, শোভন গাঙ্গুলি, বিশ্ববিজয় সেন।

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গানও এই ছবিতে শুনতে পাবেন দর্শকরা। আর মাত্র কিছুদিনের অপেক্ষা তারপরই ইরস ইন্টারন্যাশনাল এবং স্পাইসি এন্টারটেনমেন্ট অ্যান্ড মিডিয়া লিমিটেডের যৌথ প্রযোজনায় মুক্তি পেতে চলেছে অনিন্দ্য বিকাশ দত্তের ‘শকুনের লোভ’।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here