তুফানগঞ্জে সদ্য বিজেপিতে যোগ দেওয়া যুব নেতার গাড়িতে গুলি

0
74

মনিরুল হক,কোচবিহারঃ

সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া এক যুব নেতার গাড়ি লক্ষ্য করে গুলি ছোঁড়ার অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে তুফানগঞ্জের জায়গীর চিলাখানা এলাকায়।ওই যুব নেতার নাম গৌতম সরকার।

Shoot on bjp youth  leaders car
নিজস্ব চিত্র

তিনি অভিযোগ করে জানিয়েছেন,গতকাল রাতে ভোটের প্রচার সেরে নাটাবাড়ি থেকে ফেরার পথে জায়গীর চিলাখানা এলাকায় বাড়ির খুব কাছে ওই গুলি ছোঁড়া হয়। প্রথম দিকে বুঝতে না পেরে গাড়ি থেকে নামার চেষ্টা করেছিলেন।কিন্তু একটি গুলি গাড়িতে এসে লাগতেই বুঝতে পেরে দ্রুত গাড়ি চালিয়ে বাড়িতে ঢুকে যান বলে তিনি অভিযোগ করেছেন।

Shoot on bjp youth  leaders car
নিজস্ব চিত্র

পরে গৌতম বাবু বলেন,“তৃণমূলের দুষ্কৃতিরা আমাকে খুন করার জন্য গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে। ওই ঘটনা নিয়ে পুলিশে অভিযোগ জানানো হবে।” অন্যদিকে তৃণমূল কংগ্রেসের দাবী, নিজের নিজের গাড়িতে গুলি করে প্রচারে আসার চেষ্টা করা হয়েছে।এই জেলায় কারা গুণ্ডামি মাস্তানি করে, কাদের কাছে গুলি বন্দুক রয়েছে,সেটা মানুষ ভালো করেই জানে।”
সম্প্রতি গৌতম বাবু কোচবিহারে বিজেপির জেলা কার্যালয়ে এসে দলীয় প্রার্থী নিশীথ প্রামাণিকের হাত ধরে দলবদল করেন।

আরও পড়ুনঃ তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তেজনা তুফানগঞ্জে, আহত ৭

যদিও গৌতম সরকারকে তৃণমূল যুব কংগ্রেসের ব্লক সভাপতি বলে ওই দলের কোন নেতাই মানতে চান নি।বরং তাঁকে মিছিল মিটিংয়েও দেখা যায় নি বলে তৃণমূলের জেলা নেতৃত্ব দাবী করেছিলেন। এদিন সেই গৌতম বাবুর গাড়ি লক্ষ্য করে গুলি ছোঁড়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here