সুদীপ পাল,বর্ধমানঃ
এলাকা কার অধীনে থাকবে? সেই প্রশ্নকে কেন্দ্র করেই সরগরম হয়ে উঠল দুর্গাপুর। এলাকা দখলকে কেন্দ্র করে গুলি চলল দুর্গাপুরে।এই ঘটনায় রাহুল সিং নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছে।রকি রায় এবং দীপক রায় ওরফে কাঞ্চা বিরুদ্ধে অভিযোগ উঠেছে এই ঘটনার নেপথ্যে তারাই দায়ী।
অভিযোগ,রকি, কাঞ্চা শাসকদলের প্রশ্রয়ে দুর্গাপুরের বিভিন্ন জায়গায় তোলাবাজি চালায়।অন্যদিকে রাহুল ওরফে আপ্পু শাসকদলের এক নেতার ঘনিষ্ট।এলাকা দখলকে কেন্দ্র করেই এই লড়াই বলেই মনে করছেন অনেকেই।
আরও পড়ুন: বিজেপি-তৃণমূল সংঘর্ষ গুলিবিদ্ধ স্কুল পড়ুয়া
ঠিক কী হয়েছিল?গতকাল রাত ১১টা নাগাদ আপ্পু এ-জোনে ডিভিসি মোড়ে একটি দোকানের সামনে দাঁড়িয়েছিল।অভিযোগ রকি, কাঞ্চা সহ কয়েকজন এসে আচমকা আপ্পুকে গুলি করে। তাতে সে মাটিতে লুটিয়ে পড়ে।এরপর অভিযুক্তরা বাইক নিয়ে পালিয়ে যায়।
রাহুলকে গান্ধিমোড়ে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।তার শরীর থেকে গুলি বের করা হয়েছে।এখন সে ভালো আছে।অভিযুক্তরা দলের সাথে যুক্ত নয় বলে মন্তব্য করেন তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার কার্যকরী সভাপতি উত্তম মুখার্জী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584