হরষিত সিং, মালদহঃ
সীমানা প্রাচীর দেওয়াকে কেন্দ্র করে দুই পরিবারের বিবাদের জেরে গুলি বিদ্ধ হয়ে গুরুতর জখম হল এক জন।মঙ্গলবার সকালে মালদহের গাজোল থানার আলিনগর পঞ্চায়েতের রাইখাদিঘি গ্রামে।
বাম হাতে গুলিবিদ্ধ হয়ে জখম ব্যক্তি বর্তমানে মালদহ মেডিকেলে চিকিৎসাধীন।খবর পেয়ে ছুটে যায় গাজোল থানার পুলিশ।ঘটনাস্থল থেকে উদ্ধার করে একটি আগ্নেয়াস্ত্র।ঘটনার পর থেকে পলাতক অভিযুক্তরা।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে জখম ব্যক্তির নাম আব্দুল রহিম(৩৬)।বাড়ি আলিনগর পঞ্চায়েতের রাইখাদিঘি গ্রামে।জানা গিয়েছে আব্দুল রহিমের ভাই হাসিমুদ্দিনের সঙ্গে প্রতিবেশি টুটুল শেখ ও মিয়াদ্দিন শেখের বসত জমির সীমানা নিয়ে বিবাদ চলছিল।দুই পরিবারের বিবাদ মেটাতে গ্রামে সালিশি সভাও হয়।মঙ্গলবার সকালে হাসিমুদ্দিন বিতর্কিত জমিটির সীমানায় প্রাচীর দিচ্ছিল।অভিযোগ সেই সময় বাধা দেয় টুটুল শেখ ও তার পরিবারের লোকেরা।এই নিয়ে দুই পরিবারের মধ্যে ফের বিবাদ শুরু হয়।বিবাদ সংঘর্ষে পরিণত হলে ভাইকে বাঁচাতে ছুটে আসে আব্দুল রহিম। অভিযোগ সেই সময় টুটুল শেখ আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি ছুড়লে গুলি বিদ্ধ হয় আব্দুল শেখ।হাতে গুলি বিদ্ধ হয় মাটিতে লুটিয়ে পড়লে পালিয়ে যায় অভিযুক্তরা,জখম আব্দুলকে উদ্ধার করে পরিবারের লোকেরা প্রথমে হাতিমারি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়।সেখান থেকে চিকিৎসকেরা তাকে মালদহ মেডিকেলে রেফার করে।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় গাজোল থানার পুলিশ।ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ।জখম ব্যক্তির পরিবারের পক্ষ থেকে গাজোল থানায় অভিযোগ জানালে তদন্তে নামে পুলিশ।তবে ঘটনার পর থেকে পলাতক অভিযুক্তরা।
আরও পড়ুনঃ মোবাইল চুরির অভিযোগে আদিবাসী ছাত্রকে মারধর
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584