নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
এসএসকেএম হাসপাতাল চত্বরে হঠাৎই গুলির শব্দে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় এক পুলিশ কর্মীকে। সার্ভিস রিভলবার থেকে গুলি চলে বলে প্রাথমিক অনুমান। গুলিতে আহত ওই পুলিশ আধিকারিক ভর্তি হাসপাতালে। শুরু হয়েছে তদন্ত।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে এসএসকেএমে ডিউটি ছিল এসসিও-এর এক সাব ইন্সপেক্টরের। সকালে হাসপাতালে পৌঁছে ট্রমা কেয়ার সেন্টারের সামনে গাড়ি রেখে তিনি ভিতরে যান। এরপরই আচমকা বন্দুকের গুলির শব্দ শোনা যায়।
হাসপাতালে কর্তব্যরত অন্যান্য কর্মীরা গুলির শব্দ শুনে সেখানে গিয়ে দেখেন, রক্তাক্ত হয়ে পড়ে রয়েছেন ওই পুলিশ আধিকারিক, পাশেই পড়ে রয়েছে তাঁর সার্ভিস রিভলবারটি। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে ক্রিটিকাল কেয়ার ইউনিটে ভর্তি করে শুরু হয় চিকিৎসা।
আরও পড়ুনঃ দলিত যুবককে পায়ুদ্বারে লোহার রড ঢুকিয়ে পাশবিক নির্যাতন, প্রশ্নের মুখে যোগী প্রশাসন
ওই পুলিশ অফিসার হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে ছিলেন বলে জানা গিয়েছে। সাতসকালে হাসপাতাল চত্বরে গুলির শব্দে আতঙ্ক ছড়ায় রোগীদের মধ্যে,কিছুক্ষণের জন্য ব্যাহত হয় চিকিৎসা পরিষেবাও। সিকিউরিটি কন্ট্রোলের ওই সাব ইন্সপেক্টর আত্মহত্যার চেষ্টা করছিলেন নাকি সার্ভিস রিভলবার থেকে আচমকাই গুলি বেরিয়ে বিপত্তি ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584