নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়িঃ
শনিবার শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগরের সয়দাবাদ এলাকায় মুরগীর গাড়ি লক্ষ্য করে চলল এলোপাথাড়ি গুলি। এই ঘটনায় গুরুতর আহত ওই গাড়ির চালক মহম্মদ তোসলিমুদ্দিন(২২)। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
জানা গিয়েছে যে শনিবার রাতে দাঙ্গাঘাট থেকে মুরগী আনতে শিলিগুড়ির উদ্দেশ্যে যাচ্ছিল গাড়িটি। ঠিক সেই সময় বিধাননগরের কাছে সয়দাবাদ এলাকায় মুরগীর গাড়িটিকে দাঁড়াতে বলে তিনটি বাইকে থাকা ছয় জন দুষ্কৃতী। কিন্তু চালক গাড়ি দাঁড় না করিয়ে আরও গতিতে গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু রাস্তায় অন্যান্য গাড়ি থাকায় তা সম্ভব হয়নি।
এরপর দুষ্কৃতীরা এলোপাথাড়ি গুলি চালাতে থাকে। সেই সময় একটি গুলি চালকের গায়ে এসে লাগলে চালক গাড়ি দাঁড় করাতে বাধ্য হয়। দুষ্কৃতীরা চালককে মারধর করে সব টাকা দিয়ে দিতে বলে। কিন্তু চালক জানায়, মালিক টাকা ব্যাঙ্কের মাধ্যমে পাঠায়, তাই তার হাতে কোনও টাকা নেই।
আরও পড়ুনঃ তৃণমূলের দুই কর্মীকে মারধরের অভিযোগ বিজেপি-র বিরুদ্ধে
এরপর সুযোগ বুঝে সেখান থেকে পালিয়ে চা বাগানে লুকিয়ে পড়ে চালক ও সহকারি চালক এবং স্থানীয়দের সব কথা জানায়। স্থানীয়দের সাহায্যে বিধাননগর থানার পুলিশকে খবর দিলে, ঘটনাস্থলে তড়িঘড়ি ছুটে যায় বিধাননগর থানার পুলিশ। এরপর পুলিশ গিয়ে আহত চালক ও সহকারি চালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
আরও পড়ুনঃ নেই পর্যাপ্ত আলো, এলাকায় বাড়ছে চুরি-ছিনতাই
তবে গুলিবিদ্ধ চালকের অবস্থার অবনতি হলে তাকে স্থানান্তরিত করতে হয় উওরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে।
গাড়ির সহকারি চালক মহম্মদ নইমুল হক জানায়, আমরা কোনও মতে প্রাণে বেঁচে চা বাগানে লুকিয়ে পড়ি। ওরা আগ্নেয়াস্ত্রের সাথে তিনটি বাইকে ছয় জন ছিল।
ওরা আমাদের গাড়ি ধাওয়া করে এবং আমাদের দাঁড়াতে বলে। আমরা গাড়ি না দাঁড় করিয়ে দ্রুতগতিতে বেড়িয়ে যেতে থাকি তখন ওরা এলোপাথাড়ি গুলি চালাতে থাকে।
সেই সময় একটি গুলি গাড়ির চালকের গায়ে লাগে। এরপর গাড়ি দাঁড় করালে দুষ্কৃতীরা এসে মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে টাকা চায়, যদিও আমরা কোনও মতে সেখান থেকে পালিয়ে যাই।
তারা আরও জানায়, টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। এই ঘটনার পর থেকেই গোটা ঘটনার তদন্তে নেমেছে বিধাননগর থানার পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584