হরষিত সিংহ,মালদহঃ
জুয়ার ঠেকে বচসার জেরে এক যুবককে গুলি করার অভিযোগ উঠল সাত অভিযুক্তের বিরুদ্ধে।বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় গুলিবিদ্ধ যুবক চিকিৎসাধীন মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে।মঙ্গলবার রাত সাড়ে এগারোটা নাগাদ মালদা শহরের কৃষ্ণপল্লী সাবওয়ে গেট এলাকায় ঘটনাটি ঘটেছে।ঘটনাকে ঘিরে এদিন তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ইংরেজবাজার থানায় অভিযোগ জানালে তদন্তে নামে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে,গুলিবিদ্ধ যুবকের নাম,ছোটন চৌধুরী(৩২)।তাকে বাঁচাতে গিয়ে অভিযুক্তদের কামড়ে আহত হয় তার দাদা সঞ্জয় চৌধুরিও। অভিযুক্ত অমল ঘোষ সহ সাতজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের ইংরেজবাজার থানায়। এই ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এক জনকে আটক করেছে পুলিশ।জানা গিয়েছে, গত কয়েকদিন আগে জুয়া খেলাকে কেন্দ্র করে বচসা বাধে টোটন চৌধুরীর সাথে অভিযুক্তদের।তার জেরে মঙ্গলবার রাতে আবার গন্ডগোল শুরু হয়।অভিযোগ সেই সময় অভিযুক্তরা টোটনকে লক্ষ্য করে গুলি চালায়।ঘটনা দেখে তার দাদা সঞ্জয় চৌধুরী বাধা দিতে যায়। সেই সময় অভিযুক্তরা তার আঙুল কামড়ে দেয় বলে অভিযোগ। ঘটনার পর ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে কৃষ্ণপল্লি সাবওয়ে গেট এলাকায়।ঘটনার পর আহতকে উদ্ধার করে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। তার ডান পায়ে গুলি লাগে।বর্তমানে সেখানেই চলছে তার চিকিৎসা।
তবে অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।
আরও পড়ুনঃ গুলিবিদ্ধ যুবকের মৃত উদ্ধার
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584