মেদিনীপুরে রাইফেল শুটিং প্রতিযোগিতা

0
108

শুভেন্দু হাওলাদার,পশ্চিম মেদিনীপুরঃ

‘এক নতুন অনুভূতি’ প্রথম রাজ্য বিদ্যালয় রাইফেল শুটিং প্রতিযোগিতায় এসে জানালো সাগ্নিক।
মেদিনীপুরে শুরু হয়েছে দুদিনের বিদ্যালয় ভিত্তিক রাজ্য রাইফেল শুটিং প্রতিযোগিতা,হাওড়া,হুগলি সহ মোট ৫ জেলার ২৭ জন প্রতিযোগি এই প্রতিযোগিতায় অংশ নেয়।মেদিনীপুরের ছয় প্রতিযোগি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে , তার মধ্যে বেশির ভাগটাই বেসরকারি ইংলিশ মিডিয়ামের।সকাল থেকে প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রতিযোগিরা , মহাভারতে অর্জুন যেভাবে ধনুকে তীর লাগিয়ে লক্ষ্যকে স্থির ভাবে দৃষ্টি নিক্ষেপ করে অদ্ভুত ভাবে নিশানা লাগিয়েছিলেন ঠিক সেই ভাবেই খুদে প্রতিযোগিরাও তাদের স্থির দৃষ্টি দিয়ে লক্ষ্য বস্তুকে নিশানা লাগালেন রাইফেল দিয়ে।প্রত্যেকেই তাদের নিজস্ব রাইফেল নিয়ে আসেন,পরপর চলে নিশানা লাগানোর কাজ।ছেলেদের তুলনায় মেয়েরাও কোন অংশে কম ছিল না।

প্রতিযোগিতা। নিজস্ব চিত্র

অনুর্ধ্ব ১৪ র বাছাই করা প্রতিযোগীরা এই প্রতিযোগিতায় অংশ নেয়,এখান যারা নির্বাচিত হবে তারা জাতীয় স্তরে খেলতে যাবে। কলিজিয়েট বয়েজ স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্র সাগ্নিক জানালো,’তার প্রথম অনুভূতি ভালোই লাগছে,এই ধরণের প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে পেরে।
উদ্যোক্তা জেলা ক্রীড়া প্রতিযোগিতার সম্পাদক সোমনাথ দাস বলেন,”মেদিনীপুর ক্রীড়া সংসদের এটা একটা মাইল স্টোন, রাজ্যে এই প্রথম তারাই আয়োজক।”

আরও পড়ুনঃ ভগ্নপ্রায় ওভার ব্রিজ,উদাসীন কর্তৃপক্ষ

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here