অন্তসুখ- এর মতো ছোট ছবি ফেস্টিভ্যালে যাওয়া উচিতঃ অনিন্দ্য ব্যানার্জি

0
316

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

সম্প্রতি শেষ হয়েছে ‘জিরো বাজেট প্রোডাকশন’-এর নতুন স্বল্পদৈর্ঘের ছবি ‘অন্তসুখ’ এর শুটিং। উত্তর কলকাতায় ‘জিরো বাজেট প্রোডাকশন’-এর অন্দরমহলেই সম্পন্ন হল ছবিটির শুটিং। শঙ্খদীপ চক্রবর্তীর পরিচালনায় বিশ্বলাল ব্যানার্জির গল্প ও সংলাপে এই ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অনিন্দ্য বন্দ্যোপাধ্যায় ও নবাগতা রুম্পা দাস।

antasukh | newsfront.co

এছাড়াও বিভিন্ন চরিত্রে রয়েছেন পুরুষোত্তম বসাক, নানক মাদনানি সহ আরও অনেকে।এবার গল্পটা। বিমল আর সবিতা দুজন দুজনকে ভালবেসে একরকম বাবা-মায়ের অমতেই বিয়ে করেছিল ছয় বছর আগে। সবিতার শাশুড়ি ঠাকুমা হতে পারেনি এতবছরেও। এর সমস্ত দোষ গিয়ে বর্তায় সবিতার উপর। কারণে-অকারণে বিভিন্ন অছিলায় সবিতাকে গঞ্জনা দেয় সবিতার শাশুড়িমাতা। সবিতা সহ্য করে মুখ বুজে।

আরও পড়ুনঃ ঈদে হাজির স্বল্প দৈর্ঘের সম্প্রীতির ছবি ‘দোয়া’

এইভাবে সবিতা বাড়ির মধ্যে কোনঠাসা হয়ে যায় ধীরে ধীরে। একদিন ধৈর্যের বাঁধ ভেঙে বুকে পাথর চাপা দিয়ে শশুর বাড়ির সকলের সুখের কথা চিন্তা করে নিজের ভালবাসাকে একরকম নিজের হাতে হত্যা করতে এক কঠিন সিদ্ধান্ত নেয় সবিতা। এব্যাপারে তার স্বামী বিমলের কোন বাধাই সে গ্রাহ্য করে না।

আরও পড়ুনঃ খুশির ঈদে তালওয়ার টকস ফিরে দেখল কলকাতার নাখোদা মসজিদ

সবিতা কি সুখী হবে তার পরবর্তী জীবনে? না কি তার জীবনের এই কালো দাগটা আরও গভীর হয়ে থেকে যাবে তার জীবনের সঙ্গে? এখন প্রশ্ন হল কী সিদ্ধান্ত নেয় সবিতা? তবে, গল্পে ভ্রূণ হত্যার মতো একটি নির্মম দিকও উঠে আসবে বলে জানা গিয়েছে।এই ধরনের ছবি ফেস্টিভ্যালে যাওয়া উচিত বলে মনে করেন ছবির চরিত্রাভিনেতা অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here