ফের বন্ধ শুটিং, অনিশ্চয়তার মুখে টলিপাড়া

0
116

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

আগামিকাল থেকে বন্ধ টলিপাড়ার শ্যুটিং। সিনেমা, সিরিয়াল, ওয়েব সিরিজ, শর্ট ফিল্ম সবেরই বন্ধ হল শুটিং। ফেডারেশন গিল্ড থেকে ইতিমধ্যেই জানানো হয়েছে বিভিন্ন প্রযোজনা সংস্থাকে। ফের অনিশ্চয়তার মুখে টলিপাড়া।

Tollywood | newsfront.co

সূত্রের খবর অনুযায়ী, ৭৫৬ জন কলাকুশলীর কোভিড পরীক্ষা করানো হয়েছিল। পজিটিভ ৩৪ জন। আক্রান্তের সিংহভাগ মেকআপ আর্টিস্ট ও হেয়ার ড্রেসার। ফলে, এদের ছাড়া কাজ চলবে কী করে? পাশাপাশি লকডাউনের নির্দেশিকা অনুযায়ী চলবে না যানবাহন।

Tele serial | newsfront.co

তাহলে আর্টিস্ট সহ বাকি কলাকুশলীরা শুটিঙে আসবে কী করে? এ এক বড় প্রশ্ন। তবু গিল্ড থেকে যতক্ষণ অবধি কোনও আদেশ আসেনি ততক্ষণ কিছুই সঠিক করে বলতে পারছিলেন না পরিচালক-প্রযোজক মহল। তবে এবার সব জল্পনার অবসান বন্ধ হল শুটিং ফ্লোর।

আরও পড়ুনঃ শ্বেতা-অভিনবর দাম্পত্য কলহে হস্তক্ষেপ জাতীয় মহিলা কমিশনের

Serial | newsfront.co

পরিচালক অয়ন সেনগুপ্ত জানিয়েছেন- “আবার অনিশ্চয়তার মুখে আমরা। কবে আবার শুটিং শুরু হবে জানি না।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here