নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
অভিনেতা চন্দন রায় সান্যালের সঙ্গে এবার জুটি বাঁধতে চলেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। তাই টানা লকডাউনে সিঙ্গাপুরে কাটানোর পর এবার নিজের শহরে ফিরলেন টলি কুইন। উদ্দেশ্য সানি রায়ের হিন্দি ছবি ‘সল্ট’। ‘মায়াকুমারী’র পর ঋতুপর্ণার এটি কামব্যাক ফিল্ম।
সম্প্রতি কলকাতায় মহরত হল ছবির৷ ৬ জানুয়ারি থেকে শুরু হল শুটিং৷ সাংবাদিকদের ঋতুপর্ণা জানান- “গল্পটা শুনেই ভাল লেগে যায়। একটি মেয়ের জীবনের নানা পর্ব নিয়ে এই ছবি। আমার বিপরীতে চন্দন রয়েছে৷ ওর সঙ্গে আগে ‘মহানগর অ্যাট কলকাতা’ করেছিলাম আমি। ‘সল্ট’-এ আমার চরিত্রের নাম মায়া।”
পরিচালক সানির কথায়- “দুজন বিপরীতধর্মী মানুষের প্রেমের গল্প বাঁধা আছে ‘সল্ট’-এ। কাহিনিতে আছে ছটি পর্যায়। ছবি শুরু হচ্ছে নায়ক নায়িকার শেষ দেখা হওয়ার জায়গা থেকে। আর শেষ হচ্ছে প্রথম দেখার জায়গায়। লিনিয়ার স্টাইলে পিছনের দিকে যায় গল্প। গুণী অভিনেতাদের সঙ্গে কাজ করতে পেরে আমি খুশি।”
চন্দন রায় সান্যাল জানান, “সল্ট আমাকে ইংরেজি ছবি ‘ব্লু ভ্যালেন্টাইন’-এর কথা মনে করিয়ে দেয়। সানির মতো একজন নবীন পরিচালক, সুদীপ মুখার্জির মতো একজন প্রযোজকের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আশা রাখি ভাল হবে। তাছাড়া জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত তো আছেনই। ছবিতে আমায় একেবারে অন্য ইমেজে পাওয়া যাবে।”
আরও পড়ুনঃ এবার ক্রাইম ড্রামা
ছবির প্রেক্ষাপট, কাহিনি, চরিত্র সবই কলকাতার৷ তা হলে ছবিটা কেন হিন্দিতে জানার আগ্রহ হল। আগ্রহ মেটালেন পরিচালক স্বয়ং। তিনি জানান, “ছবিটা আমি বাংলাতেই করতে চেয়েছিলাম। কিন্তু কেউ করতে দিল না এখানে। নিজেই গল্প লিখলাম৷ একটা স্বতন্ত্র ভাবনা আমার মাথায় কাজ করে সবসময়। প্রযোজকের সব কথা মেনে নিয়ে কাজ করা কঠিন। তাই চার বছর অপেক্ষা আর অপেক্ষা। বাংলায় হল না।
আরও পড়ুনঃ নির্মাণের পথে অনিন্দ্য ব্যানার্জির তৃতীয় অ্যান্টি লজিক ছবি ‘কভেট লেটার’
হিন্দিতে সুযোগ পেলাম। একদিকে ভালই হল, অনেক বেশি মানুষের কাছে পৌছে যাবে সল্ট।”ঋতুপর্ণা ও চন্দন রায় সান্যাল ছাড়াও আছেন সুদীপ মুখার্জি, ঈশান মজুমদার, শুভম প্রমুখ। ডায়লগ লিখছেন অভিনেতা কার্তিকে ত্রিপাঠী।
সঙ্গীত পরিচালনায় রণজয় ভট্টাচার্য। সিনেমাটোগ্রাফিতে অয়ন শীল।’বিগ ব্যাং’-এর ব্যানারে ‘পি অ্যান্ড পি এন্টারটেনমেন্ট’-এর প্রযোজনায়, ‘সোনম মুভিজ’-এর সহ প্রযোজনায় কলকাতা ও দার্জিলিং-এ হবে ‘সল্ট’-এর শুটিং।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584