‘টাকার রং কালো’, শুটিং চলছে ভারতলক্ষ্মীতে

0
307

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

ডেস্টিনেশন ভারতলক্ষ্মী স্টুডিও। কদিন আগেই এই স্টুডিও চত্বরে ‘সিনেমা সরস্বতী’র আয়োজনে মেতে উঠেছিলেন বিনোদন দুনিয়ার অগণিত কারিগর। ব্যস্ত একটি স্টুডিও এই ভারতলক্ষ্মী। বুধবারের দুপুরে সেখানে সাংবাদিকদের উপস্থিতির কারণ ‘টাকার রং কালো’।

actor actress | newsfront.co

এই নামেরই একটি মজাদার ছবি বানাচ্ছেন পরিচালক কল্যাণ সরকার এবং পার্থ চক্রবর্তী। এই ছবি প্রখ্যাত সাহিত্যিক সুনীল চক্রবর্তীর লেখা নাটক ‘টাকার রং কালো’ অবলম্বনে তৈরি হচ্ছে। নাটকটি বহুবার বহু মঞ্চে মঞ্চস্থ হয়েছে। এবার তা আসতে চলেছে বড় পর্দায়।

গল্পের কেন্দ্রীয় নায়ক পশুপতি সমাদ্দার একজন সফল ব্যবসায়ী থুড়ি অসাধু ব্যবসায়ী। তার অসৎ উপায়ে টাকা রোজগার নিয়েই যত কাণ্ড ঘটে তার পরিবারে এবং পরিবারের বাইরে৷ তার মতে টাকা সৎ উপায়ে আসুক বা অসৎ উপায়ে সেটা তো টাকাই।

takar rong kalo team | newsfront.co

আর তাকে অসৎ উপায়ে টাকা রোজগারের পরামর্শ দেয় তার ম্যানেজার নন্দন সামন্ত এবং পিএ ঋত্বিকা সেনগুপ্ত এবং কেমিস্ট দোল গোবিন্দ। পশুপতির স্ত্রী আমোদিনী দেবী গয়না পিপাসু। সারাদিন গয়নাগাটি পরে সে বসে থাকে। নিজের সই টুকুও সে করতে পারে না। তার বাবা ধনী।

shooting | newsfront.co

বাবার কাছ থেকেই সে অনেক গয়নাগাটি নিয়ে এসেছে বিয়ের সময়। পশুপতি ও আমোদিনীর নিজেদের কোনও সন্তান নেই। তাই ভাগ্নে জ্যোতির্ময়কে দত্তক নিয়ে তাকে মানুষ করেছে তারা। জ্যোতির্ময় রোজগারের সব টাকা কাজে লাগায় সমাজসেবায়। সমাজ সেবা সমিতির কাণ্ডারি অভিমন্যু৷ ওদিকে কুহেলি নামের একটি মেয়ের সঙ্গে জ্যোতির্ময়ের দীর্ঘদিনের সম্পর্ক। আবার এই জ্যোতির্ময়কে বিয়ে করে ধনী হতে চায় পশুপতির পিএ ঋত্বিকা।

speak dialoge | newsfront.co

জ্যোতির্ময়ের এক মামাতো বোন লতিকা থুড়ি লতু-ও পশুপতির টাকা হাসিল করার যজ্ঞে নেমেছে। তাই সে নানারকমের বুদ্ধি পাকায়। আমোদিনীকে সে বলে ব্যাঙ্কে মেয়েদের নামে আর টাকা রাখা যাবে না। তারপর কী হয় তা বলে দিলে মজাটা টিকে থাকবে না। মোটামুটি এরকম গল্পেই সাজানো আছে সুনীল চক্রবর্তীর নাটক৷ আর সেটিই বন্দি হতে চলেছে রিলে।

actress | newsfront.co

বিভিন্ন চরিত্রে রয়েছেন বিশ্বজিৎ চক্রবর্তী (পশুপতি), তনিমা সেন (আমোদিনী), রাত্রি ঘটক (ঋত্বিকা), অমিতাভ ভট্টাচার্য (জ্যোতির্ময়), লাভলি মিত্র (লতিকা)। এ ছাড়াও রয়েছেন সুনিতা মণ্ডল, দেবাশিস গাঙ্গুলি, রাজু মজুমদার, অমিত মিশ্র, পার্থ চক্রবর্তী, কল্যাণ সরকার, গোবিন্দ রাজ পণ্ডিত সহ আরও অনেকে। সঙ্গীত পরিচালনায় অশোক ভদ্র। ক্যামেরায় স্বজন বিশ্বাস।

আরও পড়ুনঃ আসছে নতুন শর্ট ফিল্ম ‘ঊর্মিমালা’, সম্পন্ন শুভ মহরৎ

বেশ অনেকদিন পর বড় পর্দায় রাত্রি ঘটক, লাভলি মিত্র। বাংলা টেলিভিশনের জনপ্রিয় মুখ তাঁরা। অমিতাভ’র কেরিয়ার শুরু হয় বড় পর্দার হাত ধরেই। এরপর ছোটপর্দায় স্বাক্ষর রাখেন তিনি। আর বিশ্বজিৎ চক্রবর্তী এবং তনিমা সেন তো বড় এবং ছোটপর্দার দুই ব্যস্ত কারিগর। এঁদেরকে কেন্দ্রে রেখেই এগোবে ছবি।

শোনা যাচ্ছে একটি বিশেষ চরিত্রে থাকবেন কাঞ্চন মল্লিক।ভারতলক্ষ্মী স্টুডিওতে শুরু হয়েছে শুটিং। প্রশান্ত সাহানার প্রযোজনায় প্রথম ছবি হতে চলেছে এটি। খুব শীঘ্রই দর্শক দরবারে আসবে ‘টাকার রং কালো’৷

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here