১০ জুন থেকে শিশুশিল্পী ছাড়া টলিউডে শুরু হতে চলছে শুটিং

0
240

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

প্রায় তিনমাস পর ১০ জুন তালা খুলতে চলেছে স্টুডিও পাড়ার। আজ্ঞে হ্যাঁ, আজ বৈঠকের পর এটাই সিদ্ধান্ত হয়েছে। ১০ জুন থেকে শুরু হবে ধারাবাহিকের শুটিং। তবে এক্ষুণি কোনও শিশুশিল্পীকে নিয়ে কাজ করা যাবে না। এবং তা তাদের সুরক্ষার কথা মাথায় রেখেই। এমনটাই জানিয়েছেন মন্ত্রী অরূপ বিশ্বাস।

shooting | newsfront.co
প্রতীকী চিত্র

জানা গিয়েছে ১০ই জুন থেকে শুটিং শুরু হবে সরকারি নিয়মাবলী মেনেই। কিন্তু আরও কিছু সিদ্ধান্ত সম্বন্ধে এখনও আলোচনা হয়নি। তাই আগামী রবিবার আরও একটি মিটিং-এর ডাক দিয়েছেন অরূপ বিশ্বাস।
সাম্প্রতিককালে বেশ কয়েকটি ধারাবাহিকের কেন্দ্রে রয়েছে শিশু শিল্পীরা।

‘ফিরকি’র কথাই আসে সবার আগে। এ ছাড়াও রয়েছে ‘শ্রীময়ী’ ধারাবাহিকের বুকান। ‘নেতাজি’ এবং ‘জয় বাবা লোকনাথ’ ধারাবাহিকে অবশ্য শেষ হয়েছে অঙ্কিত মজুমদার এবং অরণ্য রায়চৌধুরীর ট্র‍্যাক। মুখ্য চরিত্রই শুধু নয়, ধারাবাহিকে পার্শ্বচরিত্রেও ওদের ভূমিকা কম নয়। অনেক গল্পও এগোয় ওদেরকে ধরে। এবার তা হলে গল্পেও আসবে পরিবর্তন, এমনটাই আশা করা যায়।

বৈঠকে বলা হয়েছে, বর্ষীয়ান অভিনেতারা ইচ্ছে হলে কাজ করতে পারেন। শুটিং চলবে ৩৫ জনের ইউনিট নিয়ে। শট দেওয়ার সময়টুকু ছাড়া মুখে পরতে হবে মাস্ক। বারবার হাত পরিষ্কার করা আবশ্যক। বজায় রাখতে হবে দূরত্ব। ১৫ জুন থেকে ধারাবাহিকের টেলিকাস্ট দেখতে পাবেন দর্শক। শুটিং ফ্লোরে কেউ কোভিড-১৯ -এ আক্রান্ত হলে তার দায়িত্ব নেবে রাজ্য সরকার। আগামী সব সিদ্ধান্ত সম্বন্ধে জানতে হলে অপেক্ষা ৭ জুন অবধি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here