নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
বুধবার থেকেই খুলছে স্টুডিওর দরজা। ৫০ শতাংশ কর্মী নিয়ে চলবে শুটিং। তবে ফ্লোরে উপস্থিত কর্মীদের সবার কোভিড ভ্যাকসিন নেওয়া আবশ্যক। ভ্যাকসিন না নেওয়া হয়ে থাকলে, শ্যুটিংয়ে অংশগ্রহণ করতে পারবেন না কোনও কর্মী। সোমবার সাংবাদিক বৈঠকে এমনই নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এতদিন নিজেদের বাড়ি থেকেই শুটিং করছিলেন অভিনেতা-অভিনেত্রীরা। আর তা নিয়ে ফেডারেশনের তরফ থেকে বেজায় আপত্তি তোলেন সভাপতি স্বরূপ বিশ্বাস। মুখ্যমন্ত্রীকে বিশদে বিষয়টি জানিয়েওছিলেন তিনি। ফেডারেশনের দাবি ছিল, বাড়ি থেকে শুটিং চললে সংকটে পড়বে কলাকুশলীরা। কারণ, তাদের হাতে কোনও কাজ থাকবে না।
আরও পড়ুনঃ নেট দুনিয়ায় কটাক্ষের শিকার মনামী
অন্যদিকে, ফেডারেশনের অভিযোগের পাল্টা জবাব দিয়ে আর্টিস্ট ফোরাম জানায় নির্মাতারা যদি কলাকুশলীদের টাকা দিতে রাজি হন, তাহলেই বাড়ি থেকে শুটিং চালু রেখে টাটকা পর্ব দেখানো হবে। ‘শ্যুট ফ্রম হোম’ নিয়ে ফোরাম এবং ফেডারেশনের মধ্য বিতর্ক যখন তুঙ্গে, তখনই মুশকিল আসান করলেন মুখ্যমন্ত্রী। তিনি আজ সাংবাদিক বৈঠকে সাফ জানিয়ে দিলেন যে, আগামী বুধবার অর্থাৎ ১৬ জুন থেকেই শুটিং চালু হবে টলিপাড়ায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584