নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
হাতি হানায় আতঙ্কিত গ্ৰামবাসীরা।ঘটনাটি কালচিনি ব্লকের ভার্ণাবাড়ি চা বাগানে। আজ ভোরে বক্সা জঙ্গল থেকে একটি হাতি ভার্ণাবাড়ি চা বাগানে ঢুকে পড়ে ব্যাপক তাণ্ডব চালায় হাতিটি ভার্ণাবাড়ি চা বাগানে কায়লা লাইনে ঢুকে এলাকার বাসিন্দা বলরাম ভূজেল দোকান ভেঙ্গে দেয় দোকানে রাখা জিনিস খেয়ে দেয় তারপর কায়লা লাইন এর সাধন দুসাদ , বিমলা দর্জী ঘর ভেঙ্গে তছনছ করে দেয়।পড়ে হাতিটি বাগানের আপার লাইন এলাকায় ঢুকে লকুল দামাই এর ঘড় ভেঙ্গে দেয়।হাতি হানা থেকে বাঁচতে গ্ৰামবাসী পরিবার পরিজন নিয়ে ঘর ছেড়ে পালিয়ে প্রাণে বাঁচেন।আজ সকালে ক্ষতিগ্রস্তদের এলাকা পরিদর্শন করেন মালঙ্গী গ্ৰাম পঞ্চায়েত প্রধান রুবি রজক তিনি জানান,এই শীতের রাতে বাসিন্দাদের বাইরে থাকতে হচ্ছে হামেশায় হাতি গ্ৰামে ঢুকে এমন তাণ্ডব চালায় বনদফতর বিশেষ কিছু করেনা এমনকি রাতে হাতি তাড়াতেও আসেনা।
আরও পড়ুনঃ রোদ-জল-ঝড় মাথায় নিয়ে বাসের প্রতীক্ষা পাতিরামে
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584