বালুরঘাটে বাড়ল দোকান খোলা রাখার সময়

0
33

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুরঃ

দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে বাড়তে থাকা করোনা সংকটের জেরে জেলা প্রশাসনের নির্দেশে ব্যবসায়ীরা সকাল আটটা থেকে দুপুর দুটো পর্যন্ত তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠান খোলা রেখে ব্যবসা করার অনুমতি পেয়েছিল। কিন্তু তার ফলে তাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল।

toto | newsfront.co
নিজস্ব চিত্র

এমনকি ব্যবসায়ীদের অনেক ব্যবসায়িক ক্ষতিও হচ্ছিল বলে ব্যবসায়ীদের পক্ষ থেকে দাবি করা হয় । সেই প্রেক্ষিতে গতকাল দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের ব্যবসায়ী সংঘের পক্ষ থেকে জেলা প্রশাসনের কাছে আবেদন করা হয় যে এই দোকান খোলার সময় বাড়িয়ে সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত করা হোক। অল্প সময় দোকান খোলা রাখার কারণে দোকানে ভিড় বেড়ে যাচ্ছে এবং তাতে সংক্রমণের ঝুঁকি বাড়ছে বলে ব্যবসায়ীদের দাবি ছিল।

আরও পড়ুনঃ গোঁসাইপুরে চোলাই মদ উদ্ধার

সেই কারণে আজ মঙ্গলবার বালুরঘাট শহরের ব্যবসায়ী সংঘের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন দক্ষিণ দিনাজপুর জেলার জেলাশাসক নিখিল নির্মল সহ অন্যান্য আধিকারিকরা।আর এই বৈঠকে একটি ফলপ্রসূ সমাধান সূত্র বেরিয়ে আসে। এই সমাধান সূত্র হিসেবে জেলা প্রশাসন জানিয়েছেন এখন থেকে ব্যবসায়ীরা দুটোর পরিবর্তে বেলা চারটে পর্যন্ত তাদের প্রতিষ্ঠান খোলা রাখতে পারবেন।

পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে দোকানদার ও ক্রেতাদের মাস্ক পরিধান হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার সহ কোভিড সংক্রান্ত সমস্ত রকম নিয়মাবলী কঠোর ভাবে পালন করতে বলা হয়েছে ব্যবসায়ীদের। বালুরঘাট শহরে ব্যবসায়ীদের দাবি মেনে ব্যবসায়ী প্রতিষ্ঠান খোলা রাখা এই সিদ্ধান্তে অনেকটা খুশি বালুরঘাট শহরের ব্যবসায়ী মহল।

আরও পড়ুনঃ পূর্ব মেদিনীপুরে জেলা শাসকের দফতরে আগুন !

তাদের মতে তারা এই সিদ্ধান্তের ফলে অনেকটাই তাদের ক্ষতি পুষিয়ে নিতে পারবেন পাশাপাশি কোভিড সংক্রান্ত নিয়মাবলী পালনের ক্ষেত্রেও তাদের অনেকটাই সুবিধা হবে এই সিদ্ধান্তের ফলে। প্রশাসনের এই সিদ্ধান্তের ফলে বালুরঘাট শহরে কোভিড পরিস্থিতিতে পজেটিভ কিংবা নেগেটিভ কি প্রভাব পরে এখন সেটাই দেখার।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here