সুদীপ পাল, বর্ধমানঃ
যতদিন যাচ্ছে জাঁকিয়ে শীত বাড়ছে রাজ্যে। ঠান্ডার হাত থেকে বাঁচতে বর্ধমান জেলার বাসিন্দারা ভিড় জমাচ্ছেন পোশাকের দোকানেও।
বিক্রেতারা অবশ্য বলছেন, সোয়েটার, টুপি ইত্যাদি বিক্রি হচ্ছে হাল ফ্যাশন অনুযায়ী। তাই নানা ‘ফ্যাশন ট্রেন্ড’ অনুযায়ী শীতবস্ত্রের পসরা সাজিয়ে তৈরি হয়েছে জেলার বস্ত্র ব্যবসায়ী থেকে শপিং মলগুলি।
মহিলাদের নানা ধরনের সোয়েটার, উলের লং কুর্তি, জ্যাকেট, পুলওভার, শাল, চাদর, উলের চুড়িদারও রয়েছে। ছেলেদের জন্য সোয়েটার, জ্যাকেট, জিনসের শার্ট-সহ নানা শীতবস্ত্র বাজারে এসছে।
আরও পড়ুনঃ সত্য ঘটনা অবলম্বনে আসছে ছোটদের ছবি ‘ছোট মুখে বড় কথা’
ভি-নেক সোয়েটার কেনা এক যুবকের যুক্তি, ক্যাজুয়াল বা ফরমাল, দু’রকম পোশাকের সঙ্গেই এটা মানায়। দোকানদারেরা বলছেন, ভি-নেক, হাই-নেক, টার্টল-নেক, ক্রু-নেকের মতো সোয়েটারের চাহিদা বেশি।
নেহরু জ্যাকেটের মতো পোশাকের চাহিদাও বেড়েছে আগের থেকে। মেয়েদের ক্ষেত্রে বেশি লম্বা ও স্ট্রাইপ সোয়েটারের বিক্রি ভালো হচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584