দুঃস্থ শিশুদের পাশে শপার্স স্প্রিং

0
106

নবনীতা দত্তগুপ্ত, কলকাতাঃ

ছোটদের ভাবনার জগৎ কিন্তু মোটেও ছোট্টোটি নয়। বরং যেরকম ব্যাপ্ত, উদার, বিস্তারে তাদের কল্পনা ডানা মেলে, বাস্তবের সংকীর্ণতা তার নাগাল পায় না। পৃথিবী ক্রমশ ছোট হয়ে আসে। সে-কথা আলাদা। তবু রং-পেনসিল হাতে ছোটরাই এঁকে রাখে তাদের কল্পনার পৃথিবী। কচিকাঁচাদের ভাবনার কোলাজেই সেজে উঠল ‘শপার্স স্প্রিং’-এর ক্যালেন্ডার।

Shoppers Spring | newsfront.co

এই শিশুশিল্পীদের মধ্যে অনেকেরই পারিবারিক আর্থিক অবস্থা বেহাল। মহামারী, লকডাউনে বিপর্যয় আরও বেড়েছে। কিন্তু সেই খবর তাদের কল্পনায় নেই। তাই তাদের স্বপ্নের পৃথিবী এমন রঙিন। ক্যালেন্ডার তো আমাদের কাজে লাগেই। তাই ওদের আঁকা সম্বল করে তাকে ক্যালেন্ডারে রূপ দিয়ে বিকিকিনির ব্যবস্থা করেছে কুটীর শিল্প বিকিকিনির প্রতিষ্ঠান ‘শপার্স স্প্রিং’। বিক্রির লভ্যাংশ ওদের পরিবারের হাতে তুলে দিয়ে ওদের মুখে হাসি ফুটিয়ে তুলতে চায় শপার্স স্প্রিং।

Soumita Mukherjee | newsfront.co
সৌমিতা মুখোপাধ্যায়

দুঃস্থ পরিবারের বাচ্চাদের এই রঙিন পৃথিবী গড়ার সুযোগ করে দিয়েছে অশোকনগর কল্যাণগড় শিশু উৎসব কমিটি। কমিটি আয়োজিত বসে আঁকো প্রতিযোগিতায় পুরষ্কৃত ছবি নিয়েই এই ক্যালেন্ডার।

আরও পড়ুনঃ ডিসেম্বরে বাড়ল জিএসটি আদায়

নতুন বছর ছোটদের হাত ধরেই তাদের পাশে থাকার সুযোগ পেয়ে এই প্রতিষ্ঠানের কাছে কৃতজ্ঞ বলে নিউজ ফ্রন্টকে জানিয়েছেন শপার্স স্প্রিং-এর সর্বময়ী কর্ত্রী সৌমিতা মুখোপাধ্যায়। ক্যালেন্ডারের মূল্য ধার্য করা হয়েছে ১২০ টাকা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here