শ্যামল রায়,বর্ধমানঃ
সরকারি রৌদ্র বৃষ্টি প্রকল্পে ভর্তুকি মূল্যে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি করার জন্য কাটোয়া শহরে গড়ে উঠতে চলেছে শপিংমল।
কাটোয়া পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় মঙ্গলবার জানিয়েছেন যে শহরের সুবোধ স্মৃতি রোডে ভর্তুকি মূল্যের এই শপিংমলটি গড়ে উঠবে। ইতিমধ্যে পৌরসভায় পৌর বোর্ডে একটি সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি ওই এলাকা পরিদর্শন করে এসেছেন একটি প্রতিনিধিদল।
চেয়ারম্যান রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় জানিয়েছেন যে প্রাথমিক কাজকর্ম অনেকটাই এগিয়ে গেছে একটি নকশা ও তৈরি হয়ে গেছে কাজ শুরু হবে শীঘ্রই।
এছাড়াও কাটোয়া পৌরসভা সূত্রে জানা গিয়েছে যে পৌরসভার ফরমাল মার্কেটের পাশেই প্রায় একহাজার বর্গফুট স্থান জুড়ে শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক আরেকটি মল গড়ে তোলা হবে।
এখানে পার্কিং প্লেস থেকে শুরু করে রেস্টুরেন্ট সবই থাকবে।
ভর্তুকিতে নামিদামি সব কোম্পানি তেল সাবান থেকে শুরু করে চালডাল সমস্ত রকম নিত্যপ্রয়োজনীয় জিনিস মিলবে।
কাটোয়া পৌরসভা পরিচালিত এই সমস্ত বাজার নিয়ন্ত্রিত হবে বলে চেয়ারম্যান রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় জানিয়েছেন। এই কাজে যুক্ত থাকবেন পৌরসভার অস্থায়ী কর্মীরা।
সাধারণ মানুষ নামিদামি কোম্পানির বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় দ্রব্য কিনতে পারবেন এর ফলে শহরবাসী অনেকটাই উপকৃত হবেন। উন্নত ধরনের জিনিসপত্র পাবেন এই সমস্ত দোকানে।
কাটোয়া শহরের বাসিন্দারা জানিয়েছেন যে এই ধরনের শপিংমল গড়ে উঠলে ভালো জিনিসপত্র আমরা কিনতে পারবো।
সরকারি প্রকল্প রৌদ্র বৃষ্টির প্রকল্পে দৈনন্দিন জিনিসপত্র কেনার আগ্রহ রয়েছে শহরবাসীর এখন শুধু সময়ের অপেক্ষা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584