সম্মানিত সুজি ভৌমিক, আসছে তাঁর নতুন কাজ ‘আদালান্তে’

0
267

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

পরিচালক রণদীপ সরকারের আগামী উদ্যোগ, স্বল্পদৈর্ঘের ছবি ‘আদালান্তে’। ‘Adalante’ আদতে একটি স্প্যানিশ শব্দ৷ এর আক্ষরিক অর্থ হল, ‘এগিয়ে চলা’।রণদীপ সরকার ও পুষ্কর ক্রিয়েশনের প্রযোজনায় আসছে ‘আদালান্তে’৷

suzi | newsfront.co

সমাজে ট্রান্সজেন্ডারদের অবস্থান এবং আত্মহত্যা এই ছবির মূল প্রতিপাদ্য৷ মুখ্য চরিত্রে রয়েছেন সুজি ভৌমিক। তা ছাড়াও রয়েছেন অভিনন্দন সরকার ও সায়ন্তনী গুহঠাকুরতা। এলজিবিটি কমিউনিটির সদস্য ও ট্রান্সজেন্ডার সুজি যেন এই ছবিতেও তাঁর ব্যক্তিগত জীবনের গল্পই বলছেন৷

ranadeep sarkar | newsfront.co
রণদীপ সরকার, পরিচালক

তিনি তাঁর এলজিবিটি সমাজের চালচিত্র মেলে ধরবেন এই ছবিতে৷ছবির পরিচালক রণদীপ নিজেও একজন এই সম্প্রদায়েরই সদস্য৷ ফলে, ছবির বিষয়বস্তু, ভাবনা এবং তার প্রকাশের ভিত বেশ পোক্ত হবে তা বলাই বাহুল্য।এই গল্পের সুজির চরিত্র আত্মহত্যাপ্রবণ, অভিমানী, অফুরান আত্মসম্মানবোধসম্পন্ন এক মানুষ।

suzi bhowmicks trophy | newsfront.co

একাকীত্ব, প্রেমহীনতা, সমাজে এবং কর্মক্ষেত্রে, আপনজনদের অপমান আর অবহেলা তার জীবনকে করে তোলে বিষাদময়। নিজের জীবনের প্রতি একরাশ ঘৃণা থেকে সে আত্মহত্যার সিদ্ধান্ত নেয়৷ তারপর? বাকিটা জানতে হলে দেখতে হবে ছবিটি। গল্প লিখেছেন রণদীপ স্বয়ং।

আরও পড়ুনঃ অসম্পূর্ণ ভালোবাসার কথা বলে ‘গল্পের মায়াজাল’, হাজির ট্রেলার

সুজির কথায়- “এমন গল্পে আমি কাজ করতে পেরে আপ্লুত৷ বিশেষ করে যেটা বলার, আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে এই প্রথম রূপান্তরকামী পরিচালক ও এক রূপান্তরকামী অভিনেত্রীর অভিনয়। এই ইন্ডাস্ট্রি এক নতুন জুটি পেতে চলেছে।”

প্রসঙ্গত, সম্প্রতি ‘ট্রান্স সলিডারিটি অ্যাওয়ার্ড’ পেয়েছেন সুজি। ‘অ্যাসোসিয়েশন অফ ট্রান্সজেন্ডার অ্যান্ড হিজরাজ অফ বেঙ্গল (ATHB)’-কে কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here